দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে জেএসসি পরীক্ষার দ্বিতীয় দিন বাংলা ২য় পত্র পরীক্ষায় ১ লক্ষ ৯০ হাজার ২৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লক্ষ ৮৬ হাজার ৭১৭ জন পরীক্ষার্থী অংশ নেয়। অনুপস্থিত ছিল ৩ হাজার ৩০৭ জন শিক্ষার্থী।
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান জানান, চলতি জেএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের ৮ জেলায় বাংলা ২য় পত্র পরীক্ষায় ১ লাখ ৯০ হাজার ২৪ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ১ লাখ ৮৬ হাজার ৭১৭ জন। অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৩০৭ জন পরীক্ষার্থী। সুষ্ঠু, ত্রুটি ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে বোর্ডের নিজস্ব কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সমন্বয়ে ১০টি বিশেষ ভিজিল্যান্স টিম পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন।
এই বোর্ডের অধীনে রংপুর বিভাগের ৮টি জেলায় ২৩৯টি পরীক্ষা কেন্দ্রে কলেজ শিক্ষকদের সমন্বয়ে ২৮২টি ভিজিল্যান্স টিম নিয়োজিত ছিল। পরীক্ষা চলাকালীন সময়ে সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসকগণ প্রত্যেকটি কেন্দ্রের ২শ গজের মধ্যে ১৪৪ ধারা জারী করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সক্ষম হয়েছে। পরীক্ষার ১ম দিন কোন পরীক্ষার্থী এবং কোন শিক্ষক বহিস্কৃত হয়নি। সব মিলিয়ে শান্তিপূর্ণভাবে এই বোর্ডের অধীনে পরীক্ষা কেন্দ্রগুলোতে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও ত্রুটিমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে।