সোমবার ৫ জুন ২০২৩ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুর শিক্ষা বোর্ডের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুর শিক্ষা বোর্ডের সহযোগিতায় শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনু্িষ্ঠত হয়েছে।

২৩ জুন বৃহস্পতিবার শহরের আনন্দ কমিউনিটি সেন্টারে দিনাজপুর শিক্ষা বোর্ডের সহযোগিতায় শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর চেয়ারম্যান প্রফেসর আহমেদ হোসেন।

দিনাজপুর শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ মাসুদ আলম এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষা বোর্ডের সচিব মোঃ আমিনুল হক সরকার, উপ-সচিব ড. মোঃ আব্দুর রাজ্জাক, সহকারী কলেজ পরিদর্শক মোঃ আব্দুল মান্নান, চেয়ারম্যান মহোদয়ের একান্ত সচিব মোঃ রেজাউল করিম চৌধুরী, কর্মচারী ইউনিয়নের সাধারন সম্পাদক সৈয়দ মওদুদ-উল-করিম, সহ-সাধারন সম্পাদক মোঃ রিয়াজুল ইসলাম, মোঃ সারওয়ার শাওন প্রমুখ। ইফতারের পূর্বে দেশ-জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন জেলা আওয়ামী ওলামালীগের যুগ্ম সাধারন সম্পাদক হাফেজ মোঃ আলতাফ হোসেন।