শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুর শিক্ষা বোর্ডে এবারে জেএসসি পরীক্ষার্থী ১ লাখ ৯৭হাজার ৮২৬ জন

দিনাজপুর প্রতিনিধি : জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা আগামী ৪ নভেম্বর হতে অনুষ্ঠিত হবে। এবারে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে ১ লাখ ৯৭ হাজার ৮২৬ জন পরীক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে।

এদের মধ্যে ৯৬ হাজার ৭২২ জন ছাত্র ও ১ লাখ ১ হাজার ১০৪ জন ছাত্রী। এসব পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত ১ লাখ ৮৭ হাজার ২৫১ জন, অনিয়মিত ১০ হাজার ৫৬৭ জন ও মানউন্নোয়ন পরীক্ষার্থী ৮ জন। ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যা ৪ হাজার ৩৮২ জন বেশী।

দিনাজপুর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ তোফাজ্জুর রহমান জানান, দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে ৮ জেলার ৩ হাজার ১৮টি বিদ্যালয় থেকে ২৩৯টি কেন্দ্রের মাধ্যমে জেএসসি পরীক্ষায় ১ লাখ ৯৭ হাজার ৮২৬ জন পরীক্ষার্থী অংশগ্রহন করবে।

জেলা ভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যা রংপুর জেলায় ৩৪ হাজার ৭৫০, গাইবান্ধায় ২৭ হাজার ৪৬, নীলফামারীতে ২২ হাজার ৭১, কুড়িগ্রামে ২২ হাজার ২২১, লালমনিরহাটে ১৬ হাজার ১৩৩, দিনাজপুরে ৪০ হাজার ৪৩৬, ঠাকুগাঁওয়ে ২১ হাজার ১৪৮ ও পঞ্চগড় জেলায় ১৪ হাজার ২৯ জন পরীক্ষার্থী অংশগ্রহন করবে।

পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ইতোমধ্যে সকল প্রস্ত্ততি সম্পন্ন করা হয়েছে বলে পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ তোফাজ্জুর রহমান জানান।

 

Spread the love