বুধবার ২৯ নভেম্বর ২০২৩ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুর শিল্পকলা একাডেমী মিলনায়তনে বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠিত

আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টারঃ

দিনাজপুর-১ আসনের সাংসদ মনোরঞ্জন শীল গোপাল এমপি বলেছেন, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে উল্লেখযোগ্য উদাহরণ রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বের দরবারে ভূয়সী প্রশংসার দাবীদার রাখছেন তিনি। এরই প্রমান সারাদেশে স্বতঃস্ফুতভাবে পুজা উদযাপন সমাপ্ত হলো। তিনি দিনাজপুর পুজা উদযাপন পরিষদ ও সর্বজনীন দুর্গাপুজা সমন্বয় কমিটির ভূয়সী প্রশংসা করেন।

৯ অক্টোবর বৃহস্পতিবার সকালে দিনাজপুর শিল্পকলা একাডেমী মিলনায়তনে পুজা উদযাপন পরিষদ ও সর্বজনীন দুর্গাপূজা সমন্বয় কমিটি আয়োজিত বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠানের প্রথম পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো ব্যক্ত করেন। প্রথম পর্বে দিনাজপুর পুজা উদযাপন পরিষদের আহবায়ক বাবু কান্তলাল সাহা’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক আজিজুল ইমাম চৌধুরী, দিনাজপুর প্রেসক্লাব’র সভাপতি বাবু চিত্ত ঘোষ। অনুষ্ঠানে দিনাজপুর পূজা উদযাপন পরিষদেও সদস্য সচিব বিধান চক্রবর্তী বাসু’র পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর রামকৃষ্ণ আশ্রম’র অধ্যক্ষ স্বামী অমেয়াতত্ত্বানন্দ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে দিনাজপুর সর্বজনীন দুর্গাপূজা সমন্বয় কমিটির সভাপতি বাবু পরিমল চক্রবর্তী তপন’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার’র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর পুলিশ সুপার মো. রুহুল আমিন, দিনাজপুর রাজ দেবোত্তর এস্টেট’র এজেন্ট বাবু অমলেন্দু ভৌমিক। অনুষ্ঠানে বক্তব্য শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা সকল অতিথিবৃন্দসহ আমন্ত্রিত অতিথি উপভোগ করেন।

 

 

Spread the love