
দিনাজপুর প্রতিনিধিঃ আমাদের প্রিয় কবি, অসাম্প্রদায়িক চেতনার কবি কাজী নজরুল ইসলাম এর ১১৫তম জন্ম জয়ন্তী উদযাপন উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমী ও দিনাজপুর নজরুল পরিষদ আয়োজিত ২ দিন ব্যাপী নজরুল মেলা ২০১৪ সম্পন্ন।
গত রোববার রাতে শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে নজরুল মেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী। দিনাজপুর নজরুল পরিষদের আহবায়ক বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডাঃ শহীদুল ইসলাম খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর কলেজিয়েট স্কুল্ এন্ড কলেজ এর অধ্যক্ষ মোঃ হাবিবুল ইসলাম বাবুল। স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর নজরুল পরিষদের সদস্য সচিব নিজাম উদ্দীন আহমেদ রয়েল, দিনাজপুর শিল্পকলা একাডেমীর কালাচারাল অফিসার মোঃ আসফ -উদ-দৌলা এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মির্জা আনোয়ারুল ইসলাম তানু, দিনাজপুর নাগরিক উদ্যোগের আহবায়ক আবুল কালাম আজাদ, দিনাজপুর বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যক্ষ মোঃ ছফর আলী, সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, সাং&স্কৃতিক ব্যক্তিত্ব ওস্তাদ সাইমুদ আলী খান প্রমুখ। আলোচনা সভা শেষে শিল্পকলা একাডেমী শিক্ষার্থী শিল্পীরা কবিতা আবৃত্তি, সংগীত ও নৃত্য পরিবেশন করে। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে নজরুল মেলা ২০১৪ উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ী শিশুদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।
দিনাজপুর শিল্পকলা একাডেমীর প্রশিক্ষক শেখ ছগীর আহাম্মদ কমল এর পরিচালনায় আবৃত্তি পরিবেশন করেন ফারিহা নিশাত, ফাল্গুনি, উর্মি সাহা, রবিউল আউয়াল রবি, আলভি হুদ যোজন এবং রাই।
সুজনদের পরিচালনায় সংগীত পরিবেশন করে প্রিয়াংক সরকার পিংকী, শর্মিষ্ঠা ঝাঁ চক্রবর্তী, পুজা গুপ্তা, ফাল্গুনি বিশ্বাস, স্নিগ্ধা, অমৃতা দাস গুপ্ত, মৌমিতা দাস, মেধা তিথি রায়, সুরমী আক্তার সুরভী এবং সুচিত্রা রায়। তবলা সহযোগিতা করে নোটন সরকার ও রানা পন্ডিত এবং হারমোনিয়ামে সুজন দে।
পলব সরকারের নৃত্য পরিচালনায় অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে মিফতাহুল, নওশীন, সেজুতি, অনিকা সেন গুপ্ত বর্ষা, প্রকৃতি রায়, কৃত্তিকা রায়, অর্পিতা, জ্যোতি, আগুষা, জয়া, অর্গ কমল সরকার এবং তিহা।