সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুর শিশু একাডেমীর উদ্যোগে নবান্ন উৎসব অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি : বাংলাদেশ শিশু একাডেমী দিনাজপুর জেলা শাখার উদ্যোগে নবান্ন উৎসব অনুষ্ঠিত হয়েছে।

ঋতুর পরিক্রমায় হাজার বছর ধরে আবহমান বাংলার ঘরে ঘরে আনন্দ বয়ে নিয়ে আসে নতুন ফসল। গ্রাম বাংলার এ সময়ে আনন্দঘন পরিবেশে এক অগ্রায়নে নবান্ন উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। এই ঐতিহ্য কে তুলে ধরতে এ বছর বাংলাদেশ শিশু একাডেমী দিনাজপুর জেলা শাখা’র উদ্যোগে ১ অগ্রায়ন ১৪২১ বঙ্গাব্দ ১৫ নভেম্বর শনিবার শিশু একাডেমীর প্রশিক্ষনার্থী শিশু, সরকারী ও বেসরকারী শিশু বিকাশকেন্দ্র এবং প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের শিশু, পশিক্ষনার্থী, অবিভাবকবৃন্দ, কর্মকর্তা, প্রশিক্ষকবৃন্দ এবং অতিথি শিল্পিদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, বাংলার কৃষক, জেলে, তাঁতি, কামার, কুমার, গ্রাম বংলার শ্রমজীবী নারী, ফেরিওয়ালা সেজে শিশুদের যেমন খুশি তেমন সাজ প্রতিযোগিতায় অংশগ্রহণ। শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা কন্যা শিশুদের জন্য হাঁড়ী ভাঙ্গা এবং বিস্কুট দৌড় প্রতিযোগিতা। ছেলে শিশুদের জন্য মোড়ক লড়াই ও ঘুড়ি বানানো ইত্যাদি। অভিভাবকবৃন্দের বালিশ লড়াই প্রতিযোগিতা, শিক্ষকবৃন্দের নিউজিকেল চেয়ার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এসব প্রতিযোগিতা শেষে বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ শিশু একাডেমির দিনাজপুর জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ সাইফুল আলমসহ অতিথিবৃন্দ।

Spread the love