
দিনাজপুর প্রতিনিধিঃ বাংলাদেশ শিশু একাডেমী দিনাজপুর জেলা শাখার উদ্যোগে সাংস্কৃতিক উৎসব ২০১৪ উদযাপন।
গতকাল দিনাজপুর শিশু একাডেমী অডিটোরিয়ামে বাংলাদেশ শিশু একাডেমী দিনাজপুর জেলা শাখা আয়োজিত সাংস্কৃতিক উৎসব ২০১৪ অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক উৎসবে দিনাজপুর সদর উপজেলার সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, দিনাজপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, পার্বতীপুর উপজেলা, কাহারোল উপজেলার সাংস্কৃতিক দল অংশগ্রহণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশ করে। সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য যোগাযোগ প্রযুক্তি) মোঃ তৌফিক ইমাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ সাইফুল আলম, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনিরুজ্জমান জুয়েল। দিনাজপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ, শিশু একাডেমীর প্রশি্ক্ষক মোঃ আলতাফ হোসেন চৌধুরী, হাসান আলী শাহ্, মোকসেদ আলী প্রমুখ।