বুধবার ২৯ মার্চ ২০২৩ ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

দিনাজপুর শিশু একাডেমী বঙ্গবন্ধুর জন্মদিবস উদযাপন উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

জিন্নাত হোসেন : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস-২০১৫ উদযাপন উপলে দিনাজপুর জেলা প্রশাসন ও শিশু একাডেমী আয়োজিত শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১৮ মার্চ বুধবার দিনাজপুর জেলা প্রশাসন কার্যালয়ের কাঞ্চন মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস-২০১৫ উদযাপন উপলে দিনাজপুর জেলা প্রশাসন ও শিশু একাডেমী আয়োজিত শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী ও বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার মোঃ রুহুল আমিন বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরন করেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) মোঃ আবু রায়হান মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ তৌফিক ইমাম, দিনাজপুর শিশু একাডেমীর শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ সাইফুল আলম প্রমুখ।