
জিন্নাত হোসেন : দিনাজপুর সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়নের শহীদ জমির উদ্দিন গার্লস স্কুল এন্ড কলেজ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ বাবুল আখতার মহাত্না গান্ধী স্বর্ণ পদকে ভূষিত হয়েছেন।
গতকাল ঢাকার বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে মহাত্না গান্ধী স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত মহাত্না গান্ধী স্বর্ণ পদক প্রদান অনুষ্ঠানে শিক্ষা ক্ষেত্রে ও সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় দিনাজপুর সদর উপজেলার শহীদ জমির উদ্দীন গার্লস স্কুল এন্ড কলেজ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ বাবুল আখতার এর হাতে মহাত্না গান্ধী স্বর্ণ পদক সম্মাননা ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী এ্যাডঃ প্রমোদ মানকিন এমপি।
ফাউন্ডেশনের সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব হাসিবুর রহমান মানিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদিয় স্থায়ী কমিটির সদস্য এ্যাডভোকেট হোসনে আরা বাবলী এমপি ও ভাষা সৈনিক রেজাউল করিম।