বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুর শ্রমিকলীগের বর্ধিত সভা

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর সদর উপজেলা পরিষদ আসন্ন নির্বাচনে আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোঃ ফরিদুল ইসলাম (আনারস মার্কা), ভাইস চেয়ারম্যান প্রার্থী কিশোর কুমার রায় (চশমা মার্কা)  ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হাসমিন লুনা (প্রজাপতি মার্কা) কে  বিজয়ী করার লক্ষ্যে দিনাজপুর শহর শ্রমিকলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

গতকাল মঙ্গলবার বাসুনিয়াপট্টিস্থ দলীয় কার্যালয়ে জাতীয় শ্রমিকলীগ দিনাজপুর শহর শাখার সভাপতি মোঃ ইলিয়াস হোসেন মুন্নার সভাপতিত্বে বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আসন্ন সদর উপজেলা নির্বাচনের আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোঃ ফরিদুল ইসলাম (আনারস মার্কা),  বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান প্রার্থী কিশোর কুমার রায় (চশমা মার্কা), মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হাসমিন লুনা (প্রজাপতি মার্কা), সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন। দিনাজপুর শহর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ শেখ বাদশা’র পরিচালনায় বর্ধিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শহর শ্রমিকলীগ নেতা আতাউর রহমান ভোলা, রনি, দিজন চন্দ্র বাপ্পী, অশ্বনী চন্দ্র দাস, কনক কুমার সরকার, জহুরুল ইসলাম,আবু সাঈদ, লিটন পাটোয়ারী, বাবলা, মাহামুদুন নবী সংগ্রাম,  সায়েদ ইসলাম, দুলাল, বিশ্বনাথ বসাক, শহীদুল ইসলাম, সাজ্জাদ হোসেন, বেলাল হোসেন, শাহজাহান আলী, জামিনুর রহমান, জাহাঙ্গীর, শেখ সেজু, জমসেদ আলী, সুমন কুমার রায়, শাহ আলম, আলমগীর হোসেন, জামাল, পাপ্পু, নাড়ু গোপাল দাস, সেকেন্দার আলী, শ্রীকান্ত কুমার, মজিবর, মিলন, সুমন, রকি, হাসান, আঃ খালেদ, মাহবুবুর, জুলফিকার প্রমুখ।

Spread the love