বুধবার ২৯ নভেম্বর ২০২৩ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুর সঙ্গীত ডিগ্রী কলেজের নবীন বরণ

আজহারুল আজাদ জুয়েল : জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী অন্তঃকলহ দূর করে একটি ভাল মানের কলেজ হিসেবে দিনাজপুর সঙ্গীত কলেজকে গড়ে তোলার জন্য শিক্ষকদের প্রতি আহবান জানিয়েছেন। গতকাল সোমবার দিনাজপুর সঙ্গীত ডিগ্রী কলেজের নবীন বরণ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এই আহবান জানান। তিনি বলেন অন্ত:কলহের কারণে আমি এই কলেজের সভাপতি পদে থাকতে আগ্রহী ছিলাম না। তবুও অনেকের অনুরোধে এই পদে আছি। কিন্তু কলেজটি যদি কাংখিত মানে পৌঁছাতে না পারে তাহলে শিক্ষার্থীদের ভালো কলেজে পড়ার আকাংখা থেকে বঞ্চিত করা হবে।

দিনাজপুর সঙ্গীত ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ খায়রুল আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজ পরিচালনা পরিষদের সাবেক সভাপতি এবং দিনাজপুর ও বণিক সমিতির সিনিয়র সহ সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম। বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পরিষদের সদস্য অধ্যক্ষ ছফর আলী এবং শাহ ইয়াজদান মার্শাল। শিক্ষক প্রতিনিধিদের মধ্যে রফিকুল ইসলাম পাভেল, নবীনদের পক্ষ থেকে মোশারফ হোসেন ও প্রবীন ছাত্রদের মধ্যে শারাহা কবীর বক্তব্য রাখেন। মানপত্র পাঠ করেন চিন্ময়। কলেজ পরিচালনা পরিষদের অন্যতম সদস্য আলহাজ্ব আব্দুর রশিদসহ গণ্যমাণ্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কলেজের শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। কয়েকজন আদিবাসী ছাত্রী ত্রিপুরা নৃত্য ও সান্তাল নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী। অনুষ্ঠান পরিচালনা করেন নুরুল মতিন সৈকত।

Spread the love