সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুর সদরের পাঁচকুড় গ্রামে সাবেক সেনা সদস্যের বাড়িতে দূর্বৃত্তরা আগুন দিয়েছে

রফিকুল ইসলাম ফুলাল,দিনাজপুর : দিনাজপুর সদরের নিভৃত পল্লী পাচঁকুড় সরকার পাড়া গ্রামের সাবেক সেনা সদস্য মজিবুর রহমানের বাড়ীর খড়ের গাদায় আগুন দিয়েছে দূর্বৃত্তরা। আগুনে জ্বলার হাত থেকে অল্পের জন্যে প্রানে রক্ষা পেয়েছে সেনা সদস্যের পরিবার সদস্যরা।

 

আজ মঙ্গলবার রাত সাড়ে ১২টায় সদর উপজেলার ৮নং শংকরপুর ইউনিয়নের পাচঁকুড় সরকারপাড়া গ্রামের সাবেক সেনা সদস্য মজিবুর রহমানের বাড়ীর ৩টি খড়ের গাদায় আগুন দিয়ে পালিয়ে যায় দূর্বৃত্তরা। ভয়াবহ আগুনের লেলিহান শিখা দেখে প্রতিবেশী ও আশপাশের গ্রামের লোকজন ছুটে এসে খড়ের গাদার আগুন নেভানোর ছেষ্টা চালায়। এদিকে আগুন লাগার সংবাদ পেয়ে দিনাজপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে গিয়ে তড়িৎ গতিতে আগুন নিভিয়ে ফেলে তবে এরি মধ্যে খড়ের বড় টাইলটি সর্ম্পূন ভস্মিভুত হয়ে যায়।

 

পাঁচকুড় সরকার পাড়া গ্রামের আব্দুল ওহাব মিয়া জানান, সময়মত দূর্বৃত্তদের দেয়া আগুনটি নিয়ন্ত্রনে আনতে দিনাজপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের দলটি ব্যর্থ হলে বসতবাড়ীতে আগুন রেগে মানুষসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভবনা ছিলো, তবে আল্লাহ্র রহমতে আগুন দ্রুতই নিয়ন্ত্রনে নেয়ায় তেমনটি হয়নি। আমরা আশা করছি পুলিশ তদন্ত করে মজিবুর রহমানের বাড়ীতে কারা  আগুন দিয়েছে তা বের করবে এবং আইনী প্রক্রিয়ার মাধ্যমে দুর্বৃত্তদের চরম শাস্তির ব্যবস্থা নেবে।

 

বাড়ীর মালিক সাবেক সেনা সদস্য মজিবুর রহমানের স্ত্রী আফরোজা সরকার জানান, মানুষের হৈ-চৈ হট্টোগোল শুনে ঘুমন্ত আবস্থা থেকে জেগে দেখতে পাই বাড়ীর খোলানের কোনায় খড়ের গাদায় আগুন জ্বলছে। প্রানরক্ষায় সকলকে নিয়ে দ্রুততার সাথে বাড়ি হতে বের হয়ে আসি। আশেপাশের মানুষের সহযোগীতা এবং ফায়ার সার্ভিসের দলটি দ্রুত ঘটনাস্থলে আশায় এযাত্রায় প্রানে রক্ষা পেয়েছি। তিনি জানান, শত্রুরা এখন আমাদের স্ব-পরিবারেই মেরে ফেলতে চাইছে আমরা এঘটনায় প্রশাসনের নিকট সুষ্ঠ তদন্ত স্বাপেক্ষে দোষীদের গ্রেফতার ও বিচার দাবী করছি

 

দিনাজপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার ওয়াদুদ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,মঙ্গলবার রাতে সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে খড়ের গাদার আগুন নেভানো হয়। সময়মত পৌছাতে না পারলে প্রানহানিসহ বড় ধরনের র্দূঘটনার সম্ভনা ছিলো।

Spread the love