রবিবার ১ অক্টোবর ২০২৩ ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুর সদরে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টারঃ

দিনাজপুর সদরের উলিপুরে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল দিনাজপুর সদরের ৬নং আউলিয়াপুর ইউনিয়নের উলিপুরে মামুদপুর যুব উন্নয়ন সংঘের আয়োজনে স্থানীয় ঈদগাঁও মাঠে উক্ত ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সাবেক জাতীয় পুরস্কারপ্রাপ্ত ও আন্তর্জাতিক মানবাধিকার গোয়েন্দা সংবাদ সোসাইটি ফুলবাড়ী উপজেলা চীফ মো. ইছাহাক আলী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক মানবাধিকার গোয়েন্দা সংবাদ সোসাইটি দিনাজপুর জেলা চীফ মো. আমিনুল ইসলাম। হারুন অর রশিদ’র পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব আছির উদ্দিন, মো. সামসুদ্দিন, আন্তর্জাতিক মানবাধিকার সংবাদ সংস্থা সোসাইটি দিনাজপুর জেলা যুগ্ম সা. সম্পাদক মো. বেলাল হোসেন (সুজন)। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার গোয়েন্দা সংবাদ সোসাইটির দিনাজপুর সদর থানা প্রতিনিধি লাল্টু, শামীম, হিলি থানা চীফ রবি, চিরিরবন্দও থানা চীফ আইনুল ইসলাম, বিরল থানা চীফ সুমনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তব্য শেষে অতিথিবৃন্দ ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

Spread the love