রবিবার ২৬ মার্চ ২০২৩ ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

দিনাজপুর সদর উপজেলার চকরামপুর গ্রামের সুভাস চন্দ্রের ডান চোখ নষ্ট করে ফেলেছে সন্ত্রাসীরা

জিন্নাত হোসেনঃ দিনাজপুর সদর উপজেলার ৭নং উথরাইল ইউনিয়নের উথরাইল চকরামপুর গ্রামে সন্ত্রাসীরা বাঁশের লাঠি দিয়ে আঘাত করে সুভাস চন্দ্রের ডান চোখ নষ্ট করে ফেলেছে। এব্যপারে কোতয়ালী থানায় অভিযোগ দায়ের । মূল আসামী হবিবর রহমানকে পুলিশ আটক করেছে। সুভাস চন্দ্র শহরের দি ভিসন ক্লিনিকে চক্ষু বিশেষজ্ঞ ডাঃ শহিদুল ইসলাম খান এর অধীনে চিকিৎসাধীন রয়েছে।

কোতয়ালী থানার অভিযোগ সুত্রে জানাযায় গত ১৬ ফেব্রুয়ারী সোমবার দিনাজপুর সদর উপজেলার ৭নং উথরাইল ইউনিয়নের উথরাইল চকরামপুর গ্রামে আসামী হবিবর রহমানসহ ৭জন আর্কসিক ভাবে সন্ত্রাসী কায়দায় বাঁশের লাঠি দিয়ে আঘাত করে সুভাস চন্দ্র (৫৫) এর ডান চোখ নষ্ট করে ফেলে এবং তার পুত্র বিল্পব চন্দ্র (২৫) কে এলো পাথারী ভাবে বাঁশের লাঠি দিয়ে আঘাত করে আহত করে। এব্যপারে সুভাস চন্দ্র দিনাজপুর কোতয়ালী থানায় হবিবর রহমানসহ ৭জনের অভিযোগ দায়ের করে। কোতয়ালী থানা পুলিশ হবিবর রহমানকে আটক করেছে।

উলে­খ্য সুভাস চন্দ্রের ডান চোখ প্রচন্ড আঘাতে নষ্ট হয়ে যাওয়ার ফলে চিকিৎসক তার ডান চোখ অপারেশন করে ফেলে দিয়েছে।