
কাশী কুমার দাস, স্টাফ রিপোর্টার ॥ ২০ সেপ্টেম্বর বুধবার দিনাজপুর সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়নের বুড়িঠাকুর মন্দির প্রাঙ্গণে দিনাজপুর এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে এবং পরিবেশবান্ধব গ্রাম কমিটি ভিডিসি শিশু ও যুব ফোরাম, স্থানীয় সরকার এর সহযোগিতায় পারদিঘন গ্রামকে পরিবেশবান্ধব গ্রাম ঘোষণা করা হয়।
৪নং শেখপুরা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ গোলাম কিবরিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, দিনাজপুর এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গমেজ। বিষয়ভিত্তিক আলোচনা করেন টেকনিক্যাল স্পেশালিস্ট (লাভলী হুড) দিনাজপুর এর এসিও কাজল কুমার দে। প্রজেক্টরের মাধ্যমে পরিবেশবান্ধব গ্রাম কার্যক্রম তুলে ধরেন প্রোগ্রাম অফিসার দিনো দাস। অনুষ্ঠানে পরিবেশবান্ধব গ্রাম ঘোষণাপত্র পাঠ করেন ঋতু সরকার। বক্তারা বলেন, পরিবেশ ক্ষতি না করে সেজন্য বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রামবাসী করছে। যেমন বিষমুক্ত সবজি আবাদ, পলিথিন এর ব্যবহার কমানো, গৃহস্থ বর্জব্যবস্থাপনা, বৃক্ষরোপন, পাখি নিধন না করা, পরিবেশবান্ধব চুলার ব্যবহার, সৌরশক্তির ব্যবহার, কম্পোষ্ট সার ব্যবহারের মাধ্যমে গ্রামবাসী পারদিঘন গ্রামকে পরিবেশবান্ধব গ্রাম করেছেন। এরজন্য আমরা ওয়ার্ল্ড ভিশনকে ধন্যবাদ জানাচ্ছি।