সোমবার ৫ জুন ২০২৩ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুর সদর উপজেলার ৩টি ইউনিয়নের ভিজিএফ-এর চাল বিতরন উদ্বোধন করেন হুইপ ইকবালুর রহিম

Iqbal Vaiদিনাজপুর প্রতিনিধি :জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, বর্তমান সরকার গরীব, দুঃস্থ ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে বদ্ধ পরিকর। তাই এসব গরীব ও দুঃস্থ মানুষও যাতে ভালোমত ঈদ করতে পারে এবং ঈদের দিনে যাতে তাদের কোন অভাব না থাকে এ জন্য সরকার প্রতিটি ঈদে দুঃস্থ ও অতিদরিদ্র মানুষের মধ্যে ভিজিএফ-এর চাল বিতরনের ব্যবস্থা করেছে। তিনি বলেন, আসন্ন ঈদুল ফিতরে প্রতিটি ঘরে ঈদের আনন্দ পৌছে দেয়ার জন্য সদর উপজেলার ৪২ হাজার দুঃস্থ ও অতিদরিদ্র পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল বিতরন করা হচ্ছে।

হুইপ ইকবালুর রহিম শনিবার দিনাজপুর সদর উপজেলার ৩নং ফাজিলপুর, ১নং চেহেলগাজী ও ৬নং আউলিয়াপুর ইউনিয়নের দুঃস্থ ও অতিদরিদ্র পরিবারের মধ্যে ভিজিএফ-এর চাউল বিতরন কর্মসূচীর উদ্বোধনকালে প্রথান অতিথির বক্তব্যে একথা বলেন।

হুইপ ইকবালুর রহিম বলেন, বর্তমান সরকার মানুষের আর্থসামাজিক উন্নয়নে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে। এর ফলে গত ৫ বছরে দারিদ্র সীমার নীচে বসবাসকারী মানুষের সংখ্যা ৫২ শতাংশ থেকে ২৫ শতাংশে নেমে এসেছে। দারিদ্র সীমার হার শুন্যের কোঠায় আনতে সরকার আরও বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে।

তিনি বলেন, সরকার খাদ্য নিরাপত্তামূলক কর্মসূচীর আওতায় বয়স্কভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ ৭৪ রকমের ভাতা চালু করেছে। আর এসব কর্মসূচীর ফলে দেশের সব শ্রেণীর মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়েছে।

ইকবালুর রহিম বলেন, ইতিপুর্বে শুধুমাত্র ধনিক শ্রেণী ও বিত্তবানদের জন্য ঈদের আনন্দ ছিলো। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত পদক্ষেপের ফলে অতিদরিদ্রসহ সব শ্রেণী পেশার মানুষের ঘরে ঘরে ঈদের আনন্দ বিরাজ করছে। তিনি অতিদরিদ্র পরিবারগুলোকে স্ব স্ব ইউনিয়ন পরিষদ থেকে ১০ কেজি করে চাল বুঝে নেয়ার আহবান জানান। সেই সাথে সরকারের পাশাপাশি বিত্তবানদেরও দুঃস্থ ও অতিদরিদ্র মানুষের কল্যানে এগিয়ে আসার আহবান জানান।

সকাল ৯টায় ৩নং ফাজিলপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ভিজিএফ-এর চাল বিতরন কর্মসূচীর উদ্বোধনকালে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ফরিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রহমান, সদর উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ মনোয়ারুল ইসলাম, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদ সরকার, ও সাধারন সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন। এতে সভাপতিত্ব করেন ৩নং ফাজিলপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোবারক আলী শাহ, ৩নং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউসুফ আলী তালুকদার, উত্তম বসাক। অনুষ্ঠানে সরকারী বিভিন্ন কর্মকর্তা, আওয়ামীলীগের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এরপর হুইপ ইকবালুর রহিম সকাল ১০টায় ১নং চেহেলগাজী ইউনিয়ন পরিষদ এবং ১১টায় ৬নং আউলিয়াপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভিজিএফ কর্মসূচীর চাল বিতরন কর্মসূচীর উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন ১নং ইউনিয়ন আওয়ামলীগের সভাপতি রায়হান শরিফ, সাধারন সম্পাদক ও ইউপি মেম্বার মোঃ কাশেম আলী, ৬নং আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন, ৬নং ইউনিয়ন আওয়ামীলীগের সাভাপতি এ্যাডঃ জাকির হোসেন, সাধারন সম্পাদক মোঃ জাকারিয়া সহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ।