
মোঃ ইউসুফ আলীঃ খামার যান্ত্রিকীকরনের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প-২য় পর্যায়’র আওতায় গুটি ইউরিয়া প্রয়োগ যন্ত্র ব্যবহারকারী কৃষক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার দিনাজপুর সদর উপজেলা কৃষি অফিস’র আয়োজনে উপজেলা কৃষি অফিস ট্রেনিং রুমে দিনব্যাপী খামার যান্ত্রিকীকরনের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প-২য় পর্যায়’র আওতায় গুটি ইউরিয়া প্রয়োগ যন্ত্র ব্যবহারকারী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রদান করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ আব্দুল হান্নান।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মতলুবর রহমান। সদর উপজেলার ১০টি ইউনিয়ন হতে ৩০ জন প্রগতিশীল ও গুটি ইউরিয়া ব্যবহার কারী কৃষক অংশ গ্রহন করেন। একদিনের প্রশিক্ষণে গুটি ইউরিয়া প্রয়োগ যন্ত্র ৩০জন কৃষকের মাঝে বিতরণ করা হয়।