দিনাজপুর সদর উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ,
বিএনপি, জামায়াত এর নেতাকর্মীসহ সমর্থকরা নিজ
নিজ দলের প্রার্থীদের পক্ষে শেষ দিনে প্যাকেজ নির্বাচনী
প্রচারণা চালিয়েছে। আগামীকাল শনিবার ভোটগ্রহণ।
দিনাজপুর সদর উপজেলা প্রতিটি এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীসহ সমর্থকরা চেয়ারম্যান পদে বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. ফরিদুল ইসলাম (আনারস), ভাইস চেয়ারম্যান পদে কিশোর কুমার রায় (চশমা) ও মহিলা ভাইস চেয়ারম্যান হাসমিন লুনা (প্রজাপতি) আওয়ামী লীগের এই ৩ প্রার্থীকে ভোট দেয়ার আহবান জানিয়ে এক সাথে ৩টি পদের লিফলেট বিতরণ করেছে।
বিএনপির নেতাকর্মীসহ সমর্থকরা চেয়ারম্যান পদে মো. মোকাররম হোসেন (দোয়াত কলম), ভাইস চেয়ারম্যান পদে মোন্নাফ মুকুল (তালা) ও মহিলা ভাইস চেয়ারম্যান শাহিন সুলতানা বিউটি (পদ্মফুল) বিএনপির এই ৩ প্রার্থীকে ভোট দেয়ার আহবান জানিয়ে এক সাথে ৩টি পদের লিফলেট বিতরণ করেছে।
তবে প্রার্থী হিসেবে ব্যালটে নাম থাকছে জেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুর রহমান চৌধুরী মুকুর (ঘোড়া) ও যুগ্ম সাধারণ সম্পাদক আখতারুজ্জামান জুয়েলের (কাপপিরিচ)। নির্ধারিত সময়ে প্রত্যাহার না করায় বিএনপির ২ জন প্রার্থীর ব্যালটে প্রতীক থাকছে। এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে বিএনপির আর ২ বিদ্রোহী প্রার্থী মাহবুবুল হক হেলাল (টিয়া পাখি) ও বাবু আহমেদ বাপ্পা (উড়োজাহাজ) এবং ১ মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব খালেদা পারভীন (কলস) প্রতিকের প্রচারণাও চোখে পড়ার মত।
অপরদিকে জামায়াতের নেতাকর্মীসহ সমর্থকরা চেয়ারম্যান পদে মাওলানা মো. মুজিবুর রহমান (মোটর সাইকেল), ভাইস চেয়ারম্যান পদে এ্যাডভোকেট মাইনুল আলম (টিউবওয়েল) ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সখিনা খাতুন (ফুটবল) জামায়াতের এই ৩ প্রার্থীকে ভোট দেয়ার আহবান জানিয়ে এক সাথে ৩টি পদের লিফলেট বিতরণ করেছে।
জাতীয় পাটির নেতাকর্মী ও সমর্থকরা শুধুমাত্র চেয়ারম্যান পদে আহম্মেদ শফি রুবেল (টেলিফোন)প্রতীকে নিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়েছে।এ ছাড়া তাদের পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তাদের কোন প্রার্থীও নেই।
প্রচারণায় নিজ নিজ দলের প্রার্থীদের বিজয়ী করতে নেতাকর্মী ও সমর্থকরা দিনরাত ব্যাপক নির্বাচনী প্রচারাভিযানে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ ভোটারদের মনোযোগ আকর্ষন ও সমর্থন আদায়ে সমান তালে কাজ করছে। সাদাকালো পোষ্টার, ব্যানার, লিফলেট আর মাইকিং এর সাথে পাড়ায়-মহল্লায় দল বেধে ভোট প্রার্থনায় ব্যস্ত ছিল ও তাদের কর্মীরা।
শনিবার দিনাজপুর সদর উপজেলার ৩ লক্ষ ১৪ হাজার ৮৫৬ জন ভোটার জেলার সবচাইতে গুরুত্বপূর্ণ উপজেলায় তাদের পছন্দের প্রার্থীকে আগামী ৫ বছরের জন্য নির্বাচিত করবেন।