শনিবার ২ ডিসেম্বর ২০২৩ ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুর সদর উপজেলায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করলেন জেলা প্রশাসক

মোঃ ইউসুফ আলী দিনাজপুর : দিনাজপুর সদর উপজেলা পরিষদ চত্বরে শুরু হয়েছে তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা-২০১৪। ২৫ নভেম্বর মঙ্গলবার সকাল ১১টায় সদর উপজেলা পরিষদ চত্বরে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রজেক্ট (এনএটিপি) এর ব্যবস্থাপনায় এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি দিনাজপুর ও সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষি প্রযুক্তি মেলার ফিতা কেটে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী।

 

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আবু রায়হান মিঞা। সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় সরকার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ আব্দুল হান্নান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কিশোর কুমার রায়, মহিলা ভাইস চেয়ারম্যান হাসমিন লুনা প্রমুখ।

 

সদর উপজেলা কৃষি অফিসের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোছাঃ মমতাজ সুলতানার সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মাতলুবুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন সাকু, সদর উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, কৃষক পিযুষ রায়। এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার সুধেন্দ্র নাথ রায়, পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন দিনাজপুরের উপপরিচালক কবি মোঃ ইরফান আলী চৌধুরী। আলোচনা সভায় প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু রায়হান মিঞা বলেন, নতুন নতুন তথ্য প্রযুক্তির মাধ্যমে অজানা বিষয়গুলি তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে কলম সাংবাদিক ও কৃষি সম্প্রসারণ বিভাগের সংশিস্নষ্ট সকলকে এগিয়ে আসতে হবে। তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলায় প্রায় ৫০টি স্টল প্রদর্শন করা হয়েছে।

 

Spread the love