
দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুর সদর উপজেলা পরিষদ আসন্ন নির্বাচনে আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোঃ ফরিদুল ইসলাম (আনারস মার্কা), ভাইস চেয়ারম্যান প্রার্থী কিশোর কুমার রায় (চশমা মার্কা) ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হাসমিন লুনা (প্রজাপতি মার্কা) কে বিজয়ী করার লক্ষ্যে দিনাজপুর শহর শ্রমিকলীগের উদ্যোগে পথসভা অনুষ্ঠিত হয়।
বুধবার শহরের ফুলবাড়ী বাসষ্টান্ড মোড়ে জাতীয় শ্রমিকলীগ দিনাজপুর শহর শাখার সভাপতি মোঃ ইলিয়াস হোসেন মুন্নার সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী, সদর উপজেলা নির্বাচনে আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোঃ ফরিদুল ইসলাম (আনারস মার্কা), ভাইস চেয়ারম্যান প্রার্থী কিশোর কুমার রায় (চশমা মার্কা), মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হাসমিন লুনা (প্রজাপতি মার্কা), জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, সাংগঠনিক সম্পাদক এ্যাড. হাসনে ইমাম নয়ন, এ্যাড. তহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক সেলিম আক্তার চৌধুরী, শহর আওয়ামীলীগের সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ আখতারুজ্জামান জামান, জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক আবু ইবনে রজব, দিনাজপুর শহর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ শেখ বাদশাসহ অন্যান্য নেতৃবৃন্দ।