
দিনাজপুর প্রতিনিধি : ‘‘যথেষ্ট হয়েছে আর নয়, এই সহিসংতা বন্ধ কর এখনই’’- এই শ্লোগানকে সামনে রেখে উদ্যোমে-উত্তরনে শতকোটি ন্যায় বিচারের দাবীতে ওয়ান বিলিয়ন রেইজিং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আন্দোলনের সাথে পল্লীশ্রী, বালুবাড়ী, দিনাজপুর ঔক্যবদ্ধ। ওয়ান বিলিয়ন রেইজিং ফর জাস্টিস সকল সীমাবদ্ধতা, বাধ্যবাধকতা, লজ্জা, অপরাধবোধ, দুঃখ-কষ্ট, গ্লানি, রাগ আর বিপত্তি হতে মুক্ত হবার আহবান ও প্রচার-প্রচারনার অংশ হিসেবে পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন-২০১০ এবং নারীর ক্ষমতায়ন ও নেতৃত্ব উন্নয়ণ বিষয়ক গণসংগীত ও গণনাটক দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সন্মুখে বড় ময়দানে গতকাল পাঁচ শতাধিক দর্শক ও শ্রোতার উপস্থিতিতে প্রদর্শিত হয় ।
এর আগে গতকাল পল্লীশ্রীর তৈয়বা মজুদার মিলনায়তনে পল্লীশ্রীর নারী নির্যাতন বন্ধে স্থানীয় উদ্যোগ-প্রকল্পের আয়োজনে দিনাজপুর থানা, জেনারেল হাসপাতাল ও আদালতের প্রতিনিধিদের অংশগ্রহনে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। পল্লীশ্রী’র ম্যানেজার সুরাইয়া আখতার এর সভাপতিত্বে সমন্বয় সভায় বক্তব্য রাখেন জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ পারভেজ সোহেল রানা, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সহকারী আইন কর্মকর্তা মোঃ মেহেবুব হাসান চৌধুরী লিটন, কোতয়ালী থানার সাব-ইন্সপেক্টর মোঃ রম্নহুল আমিন, পল্লীশ্রী’র প্রোগ্রাম ফ্যাসিলিটেটর লিলিমা রানী, ফিল্ড ট্রেইনার লাজিনা আক্তার প্রমূখ।