
গোবিন্দ রায়ঃ শনিবার সকাল ১১টায় দিনাজপুর সরকারি কলেজে বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাস ও এর আশপাশ এলাকায় মাদক, ছিনতাই, চাঁদাবাজি ও শিক্ষার্থী হয়রানি বন্ধের বাদিতে মিছিল সমাবেশ ও অধ্যক্ষ বরাবর স্মারকলিপি প্রদান করে।
সমাবেশে বক্তব্য রাখেন, অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী জাকির হোসেন, সমাজ-বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী বিকাশ চন্দ্র রায়, তৃতীয় বর্ষের শিক্ষার্থী শারমি আক্তার প্রমুখ। পরিকল্পনা করেন ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী গোবিন্দ রায়। সমাবেশে বক্তারা মাদক, ছিনতাই, চাঁদাবাজি ও শিক্ষার্থী হয়রানি বন্ধে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও শিক্ষার্থীদের আগমীতে এসবের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে তিন দফা দাবি পেশ করে। দাবিসমূহ হলো অবিলম্বে দিনাজপুর সরকারি কলেজ ক্যাম্পাসে মাদক, ছিনতাই ও চাঁদাবাজি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, অবিলম্বে মেচ এলাকায় শিক্ষার্থীদের নিরাপত্তা বিধানে কার্যকর প্রদক্ষেপ গ্রহণ এবং কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে শিক্ষার গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত কারার দাবি জানান। প্রশাসনিক ভবনের সামনে অনুষ্ঠিত সমাবেশ শেষে শিক্ষাথীরা তিন দফা দাবিতে অধ্যক্ষ বরাবর স্মারকলিপি প্রদান করে। ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবার রহমান সরকার দিনাজপুর সরকারি কলেজ ক্যাম্পাস ও এর আশে পাশের এলাকায় মাদক, ছিনতাই ও চাঁদাবাজি বন্ধের আশ্বাস প্রদান করেন।