রবিবার ২৬ মার্চ ২০২৩ ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

দিনাজপুর সরকারি কলেজে ছাত্রলীগের সম্মেলেন অনুষ্ঠিত

জিন্নাত হোসেন : বাংলাদেশ ছাত্রলীগ দিনাজপুর সরকারি কলেজ প্রধান হল শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

২৩ ফেব্র“য়ারী সোমবার বাংলাদেশ ছাত্রলীগ দিনাজপুর সরকারি কলেজ প্রধান হল শাখার ত্রি-বার্ষিক সম্মেলন এর উদ্বোধক ছিলেন ছাত্রলীগ দিনাজপুর সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক এবং আসন্ন দিনাজপুর জেলা যুবলীগের সম্মেলনে সাধারণ সম্পাদক প্রার্থী সাব্বির আহাম্মেদ সুজন।

সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক মোঃ আহসান হাবিব মিঠুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস এ্যাডঃ সারোয়ার আহম্মেদ বাবু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাত্র সংসদের সাবেক প্রো ভিপি মাহামুকুল হক কোরাইশি দুলাল, হিন্দু বৌদ্ধ যুব ঐক্য পরিষদ দিনাজপুর জেলা শাখার আহবায়ক মনিব বসাক, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক ইতরাত লতিফ ইরান, কোতয়ালী ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শামীম রেজা, ছাত্রলীগ মুসলিম হল শাখার সাধারণ সম্পাদক সোলেমান আলী, অজয় হল শাখার সাধারণ সম্পাদক জয় প্রকাশ, প্রধান হল শাখা ছাত্রলীগ নেতা ইফরাত আয়ুব আলী, ৪নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আসাদ, সাধারণ সম্পাদক আকাশ প্রমুখ। অনুষ্ঠান পরিচালা করেন মুসলিম হল শাখার সভাপতি অমর ফারুক বাহাদুর। স্বাগত বক্তব্য রাখেন ছাত্রলীগ সরকারি কলেজ শাখার যুগ্ম সম্পাদক সাদনান বিন রতন। প্রধান হল শাখার সম্মেলনে কাউন্সিলরদের ভোটে আহসান হাবিব মিঠু সভাপতি এবং আইয়ুব আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।