দিনাজপুর বিজিবি সেক্টরের ৩টি (২, ৩ ও ২৯ ব্যাটালিয়ন) প্রায় ২৭০ কিলোমিটার সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশকারীদের যাতায়াত প্রতিরোধে সন্ধ্যা থেকে রাত ব্যাপী রেড এলার্ট জারী করা হয়েছে। দিনাজপুর বিজিবি সেক্টর কমান্ডার হ্লা হ্রেনমং জানান, দেশে জঙ্গী তৎপরতা বেড়ে যাওয়ায় অবৈধ অনুপ্রবেশকারীদের যাতায়াত প্রতিরোধে দেশের সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশকারীদের চোরা পথে যাতায়াতের উপর কড়াকড়ি আরোপ করা হয়েছে। কোন অবস্থাতেই যাতে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে এবং ভারত থেকে বাংলাদেশে কোন নাগরিক যাতায়াত করতে না পারে এজন্য সন্ধ্যার পূর্ব থেকে সীমান্ত এলাকায় কড়াকড়ি আরোপ করা হয়।
দিনাজপুর জেলার প্রায় দেড়শ কিলোমিটার সীমান্ত এলাকা এবং সেক্টর অধিনস্ত ৩টি ব্যাটালিয়নের ২৭০ কিলোমিটার এলাকায় ভারতের তারকাটার বেড়া এবং সার্চলাইট স্থাপন করা হয়েছে। সন্ধ্যা ঘনিয়ে আসার পূর্বে সার্চলাইট ভারতীয় সীমান্ত রক্ষীরা অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে টহল ব্যবস্থা জোরদার করেছে। একইভাবে বাংলাদেশ সীমানায় বিজিবি টহলদলও জোরদার করেছে।
সূত্রটি জানায়, গত ১০ দিনে জেলার হাকিমপুর উপজেলার হিলিস্থল বন্দরে প্রায় শতাধিক অবৈধ অনুপ্রবেশকারীদের ভারতে প্রবেশের সময় ধাওয়া দিয়ে প্রতিহত করা হয় এবং ৩২ জনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। একইভাবে ভারত সীমানাতে ভারতীয় সীমান্তরক্ষী তাদের সীমানায় অবৈধ অনুপ্রবেশকারীদের প্রতিরোধে টহল ব্যবস্থা জোরদার করেছে।
বিজিবি’র পক্ষ থেকে সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে গত ১০ দিনে সীমান্ত এলাকায় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সুধীজনের সাথে একাধিক বৈঠক করেছে। যাতে রাতের বেলা সীমান্তে বসবাসরত জনসাধারণ অহেতুক ভারত সীমানায় বা নো ম্যান্সল্যান্ডে অনুপ্রবেশ করে বিপদের সম্মুখিন না হয় সেই বিষয়েও সতর্ক্য করে দেয়া হয়েছে। হিলিস্থলবন্দর বিজিবি ক্যাম্প কমান্ডারের সাথে কথা বলে জানা গেছে, ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ’র পক্ষ থেকে হিলি স্থলবন্দরের অপর প্রান্তে রাতে রেডএলার্ট জারী করা হয়েছে।