
দিনাজপুর প্রতিনিধি : ভারতের পশ্চিমবঙ্গে বৃহস্পতিবার ১৬তম লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এজন্য দিনাজপুরের হিলি, ঠাকুরগাঁও জেলার সীমান্তসহ আশপাশের সীমান্ত এলাকায় বাড়তি সতর্কতা ও নজরদারি বাড়িয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সীমান্তে নিয়মিত সীমান্তরক্ষীর পাশাপাশি বিএসএফের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। যে কোনো প্রকার নাশকতা এড়াতে এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে এই বাড়তি নজরদারি বৃদ্ধি করা হয়েছে বলে সীমান্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সীমান্তর্তী ৪টি জেলার মধ্যে রয়েছে-উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদাহ ও মুর্শিদাবাদ।
অপরদিকে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদেরও সীমান্ত সতর্ক অবস্থায় রাখা হয়েছে। সীমান্তর ওয়াচ টাওয়ারগুলো থেকে সীমান্তর ওপর সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে যাতে কেউ সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে অনুপ্রবেশ করতে না পারে।