দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী-বিরামপুর সীমান্ত এলাকায় গত ৩ দিন অভিযান চালিয়ে ফুলবাড়ী ৪০ বিজিবি এর টহল দল মাদক দ্রব্যসহ ১১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকার চোরা পথে আসা ভারতীয় মালামাল আটক করেছে।
ফুলবাড়ী ৪০ বিজিবি এর অধিনায়ক লেঃ কর্ণেল লুৎফুল করিম গতকাল বুধবার সাংবাদিকদের জানায় গোপন সংবাদের ভিক্তিতে গত মঙ্গলবার অভিযান চালিয়ে ৩১২পিস যৌন্য উত্তেজক সেনেগ্রা ট্যাবলেট আটক করে যার বাজার মূল্য ৯৩ হাজার ৬০০ টাকা এর পুর্বে গত সোমবার দিন ব্যাপী অভিযান চালিয়ে ১০বোটল বিদেশী মদ,৩০ হাজার প্রাকটিন ট্যাবলেট,১০০পিস সেনেগ্রা ট্যাবলেট,আটক করা হয় যার বাজার মূল্য ৬ লাখ ৭৩ হাজার টাকা,ও গত রোববার দিনব্যাপী অভিযান চালিয়ে ১৯৮ বোটল ফেন্সিডিল ও ২ হাজার পিস মাদক জাতীয় ইনে্জকশন আটক করা হয় যার বাজার মূল্য ৩ লাখ ৭৯ হাজার ২০০ টাকা। তিনি বলেন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এই সকল আমদানী নিষিদ্ধ মালামাল আটক করা হয়েছে। তবে অভিযান পরিচালনার সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরা কারবারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভাব হয়নি।