বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩ ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

দিনাজপুর সুইহারী খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নে লিঃ এর ২৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Dinajpur-11 Suihariদিনাজপুর প্রতিনিধিঃ একজন দরিদ্র মানুষ একক প্রচেষ্ঠায় বর্তমান যুগে কখনও উন্নতি করতে পারে না। সমবায়ে মাধ্যমে ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় একত্রিত করে যে বিপুল অংকের টাকা পুজি হিসেবে তৈরী হয় । তা দিয়ে দরিদ্র মানুষের কাঙ্খিত স্থানে পৌছাতে সাহায্য করে। সমবায় শিক্ষার মাধ্যমে দরিদ্র মানুষের সামাজিক অর্থনৈতিক মুক্তির একমাত্র সহজ উপায়।  দরিদ্র মানুষের মুল মন্ত্রহল সমবায় শক্তি, সমবায় মুক্তি। সমবায় হলো গরীব ও দরিদ্র মানুষের উন্নতি। সমবায়ের ভিত্তি হলো পরস্পরের প্রতি বিশ্বাস, ভালবাসা, সহনশীলতা, একতা ও সহযোগিতা।

গতকাল বুধবার দিনাজপুর নাভারা প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে সুইহারী খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নে লিঃ এর ২৪তম বার্ষিক সাধারণ সভায় বক্তারা উপরোক্ত কথা বলেন। সুইহারী খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নে লিঃ এর সভাপতি ফাবিয়ান মন্ডল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল বিনুস টুডু’র পরিচালনায় বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা সমবায় উপ-সহকারী নিবন্ধক তোহিদুজ্জামান খন্দকার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ তালুকদার ও দিনাজপুর জেলা কালব ব্যবস্থাপক গোলাম ফারুক। সাধারণ সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সদস্য প্রনয় রোজারিও, রিচার্ড কস্তা, সন্তোষ বর্মন, সুধীর ডি কস্তা, মাইকেল রোজারিও, ক্লেমেট তির্কী, সুশিলা টুডু প্রমুখ।