বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩ ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

দিনাজপুর সেন্ট ফিলিপস্ স্কুল এন্ড কলেজ ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন ভাটিকানের রাষ্ট্রদূত

মো: আবেদ আলী, দিনাজপুর প্রতিনিধি দিনাজপুরে ১৮মার্চ বুধবার সেন্ট ফিলিপিস হাই স্কুল এন্ড কলেজের ৫তলা বিশিষ্ট ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে।

 

দিনাজপুর শহরে সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজের ৫ তলা বিশিষ্ট ভবনের ভিত্তি প্রসত্মর করেন বাংলাদেশে নিযুক্ত ভাটিকানের রাষ্ট্রদূত এবং পোপের প্রতিনিধি আর্চ বিশপ জর্জ কাচ্চেরি। ফলক উন্মচন শেষে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ব্রাদার নির্মল ফ্রান্সিস গমেজ সিএসসি-এর সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি দিনাজপুরের বিশপ ড. সেবাস্টিয়ান টুডু, প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক আনসারুল হকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

 

প্রধান অতিথি তার বক্তব্যে প্রতিষ্ঠানের প্রশংসা করে বলেন, দিনাজপুরে এই নিয়ে আমি ২য় বার এসেছি অত্র প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ ও মান গুণগত অনেক আমি আসা করি এই ভবনটি নির্মাণ করার পর সৃষ্টিকর্তা আমাকে যেন আরেকবার আপনাদের মাঝে নিয়ে আসেন ভবনটি দেখার জন্য।