দিনাজপুর সদর উপজেলা পরিষদ আসন্ন নির্বাচনে আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোঃ ফরিদুল ইসলাম (আনারস মার্কা), ভাইস চেয়ারম্যান প্রার্থী কিশোর কুমার রায় (চশমা মার্কা) ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হাসমিন লুনা (প্রজাপতি মার্কা) কে বিজয়ী করার লক্ষ্যে দিনাজপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
গতকাল মঙ্গলবার বাসুনিয়াপট্টিস্থ দলীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবকলীগ দিনাজপুর সদর উপজেলা শাখার আহবায়ক আশরাফুল আলম এর সভাপতিত্বে বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আসন্ন সদর উপজেলা নির্বাচনের আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোঃ ফরিদুল ইসলাম (আনারস মার্কা), বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান প্রার্থী কিশোর কুমার রায় (চশমা মার্কা) , মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হাসমিন লুনা (প্রজাপতি মার্কা), সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদ সরকার, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক আব্দুর রাজ্জাক, শহীদুল ইসলাম, আরিফুল জামান হীরা, খোকন, আমিনা বেগমসহ অন্যান্য নেতৃবৃন্দ।