
দিনাজপুর প্রতিনিধি
একটি সংবাদ প্রকাশের জের ধরে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)’তে দৈনিক প্রথম আলো পত্রিকায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
গতকাল শুক্রবার দুপুর পৌনে ৩ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্রলীগের নেতাকর্মীরা পত্রিকায় অগ্নিসংযোগ করে। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ে দৈনিক প্রথম আলো বিলি ও বন্টন নিষিদ্ধ করে।
ছাত্রলীগের নেতাকর্মীরা জানায়, দৈনিক প্রথম আলো’য় যে সংবাদটি প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। প্রশাসনের বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে কোন প্রকার তদমত্ম ছাড়াই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে বলে তারা অভিযোগ করেন। এ সময় ছাত্রলীগ হাবিপ্রবি শাখার সভাপতি ইফতেখারুল ইসলাম রিয়েল, সাধারন সম্পাদক অরুন কান্তি রায় সিটন, ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার বিকেলে হাবিপ্রবিতে ২০১৫ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষ ভর্তি পরীক্ষায় ১০৩ নং কক্ষে অত্যাধুনিক মোবাইল ডিভাইস ব্যবহার করে নকল করার সময় রংপুরের পীরগাছা এলাকার আবুল হোসেন লিটন নামে একজনকে অটক করে দায়িত্বরত শিক্ষক। আটক অবুল হোসেন লিটন জানায়, আমাকে এই ক্যালকুলেটরটি আমার বন্ধুর বড় ভাই দিয়েছেন। তিনি ঢাকার একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ে অনার্স পাশ করেছেন তার নাম মনির। তিনি ৫০ হাজার টাকার চুক্তিতে ক্যালকুলেটরের ছদ্মাবরনে মোবাইল ডিভাইস তাকে সরবরাহ করছিল। এ ঘটনায় হাবিপ্রবি’র কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারন সম্পাদক অরুন কান্তি রায় সিটন ও আবাসিক হল ডি ছাত্রলীগ শাখার সভাপতি এসএম জাহিদ হোসেনকে সাময়িক বরখাস্ত করে। ওই ২ ছাত্রলীগ নেতাকে বহিস্কারের প্রতিবাদে মঙ্গলবার রাত থেকেই ছাত্রলীগের নেতাকর্মীরা প্রশাসনিক ভবন ঘেরাও, বিক্ষোভ, প্রতিবাদ সমাবেশ, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচী পালন করে আসছে। এদিকে এই ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রফেসর মিজানুর রহমানকে প্রধান করে ৪ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।