মাহবুবুল হক খান দিনাজুপর প্রতিনিধি : দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)’র ২ ছাত্রলীগ নেতার বহিস্কারাদেশ প্রত্যাহার ও ভিসি’র পদত্যাগের দাবিতে ছাত্র সংগ্রাম পরিষদের ডাকে অনির্দিষ্টকালের ছাত্র ধর্মঘটের ফলে গত চার দিন ধরে অচল হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়। ধর্মঘট চলাকালে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাশ-পরীক্ষা বন্ধ থাকার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীদের এই সংগঠনের নেতারা।
২০ নভেম্বর বৃহস্পতিবার ছাত্র ধর্মঘটের চতুর্থ দিনেও বিশ^বিদ্যারয়ের প্রতিটি ক্লাস ছিল শিক্ষার্থী শূন্য। বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগ্রাম পরিষদের নেতারা জানান, দীর্ঘ দিন যাবৎ ২টি দাবির বিষয়ে শিক্ষার্থীরা আন্দোলন করলেও কর্তৃপক্ষ কোন পদক্ষেপ গ্রহন করছে না। কর্তৃপক্ষ তাদের হটকারী সিদ্ধান্ত থেকে সড়ে না এসে বরং তারা ছাত্রদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। যতদিন পর্যমত্ম ভিসি প্রফেসর রুনহুল আমিন, সাম্প্রদায়িক শিক্ষক আনিস খান এবং ছাত্র নির্দেশনা ও পরামর্শ বিভাগের কর্মকর্তা শাহাদৎ হোসেন খান লিখনের পদত্যাগ হবে না ততদিন পর্যমত্ম ছাত্র ধর্মঘট অব্যাহত রাখা হবে বলে জানান পরিষদের নেতারা।
উলেস্নখ্য, গত ৪ নভেম্বর মঙ্গলবার বিকেলে হাবিপ্রবিতে ২০১৫ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় একটি কক্ষে অত্যাধুনিক মোবাইল ডিভাইস ব্যবহার করে নকল করার সময় রংপুরের পীরগাছা এলাকার আবুল হোসেন লিটন নামে একজনকে অটক করে দায়িত্বরত শিক্ষক। এ ঘটনায় জড়িত থাকার অপরাধে হাবিপ্রবি কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারন সম্পাদক অরুন কান্তি রায় সিটন ও আবাসিক হল ডি শাখার ছাত্রলীগের সভাপতি এসএম জাহিদ হোসেনকে সাময়িক বহিস্কার করে। এর পর থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা প্রশাসনিক ভবন ঘেরাও, বিক্ষোভ মিছিল ও সমাবেশ, মানববন্ধন ও সংবাদ সম্মেলন, সড়ক অবরোধ, ছাত্র ধর্মঘট কর্মসূচী পালন করে আসছে।