
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর সদর হাসপাতালের গাইনি ওয়ার্ডে এক নবজাতক ভূমিষ্ঠ হওয়ার ছয় ঘণ্টার মধ্যে চুরি হওয়ার ঘটনা ঘটেছে। নবজাতক চুরির এ ঘটনায় হাসপাতালজুড়ে আতঙ্ক বিরাজ করছে। সোমবার (৩ জানুয়ারি) আনুমানিক বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে।
এরআগে রবিবার চিরির বন্দর উপজেলার আব্দুল লতিফের স্ত্রী জায়েদা বেগম গাইনি ওয়ার্ডে ভর্তি হন। পরদিন সোমবার সকাল পৌনে ৯টায় জায়েদা বেগম এক কন্যাসন্তানের জন্ম দেন। এর ছয় ঘণ্টা পর বড়বোন হাজেরা বেগমসহ প্রসূতি জায়েদা বেগম পাশের বিছানার এক নারীর কাছে নবজাতককে রেখে ওয়াশরুমে যান। ওয়াশরুম থেকে ফিরে তাঁরা দুজন দেখেন ওই নারীসহ সদ্যভূমিষ্ঠ কন্যাসন্তানটি নেই।
অনেক খোঁজাখুঁজির পরও নবজাতককে না পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়। হাসপাতাল কর্তৃপক্ষ কোতয়ালি থানায় খবরটি জানায়।
পুলিশ এসে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে। এ বিষয়ে দুজনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
নবজাতক চুরির বিষয়ে গাইনি বিভাগের সিনিয়র কনসালটেন্ট আশুতোষ শর্মাকে প্রধান করে পাঁচ সদস্যর একটি তদন্ত দল গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এর মধ্যেই তদন্ত টিম কাজ শুরু করেছে।
পুলিশের উপপরিদর্শক (এসআই) শামীম হক বলেন, ‘ঘটনার তদন্ত শুরু করেছি। সিসিটিভি’র ফুটেজ পর্যবেক্ষণ করছি। আশা করছি, নবজাতক উদ্ধার হবে এবং চোর ধরা পড়বে।’
দিনাজপুর সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার সোহেল রানা বলেন, শিশু উদ্ধারে পুলিশ কাজ শুরু করেছে এবং তদন্ত শুরু হয়েছে। খুব শিগগিরই চোর ধরা পড়বে বলে তিনি আশা করেন।