সাজ্জাদ হোসেন : দিনাজপুরের হিলি সীমান্তে আন্তর্জাতিক সীমারেখা আইন অমান্য করে সীমান্তে ঘেষে ভারতীয়রা বাড়ি নির্মাণের চেষ্টা করায় বাধা দিয়েছে বিজিবি।
রোববার দুপুর ১২টার দিকে ভারতে হিলির দক্ষিণপাড়ায় সীমান্তের ২৮৪ মেইন পিলারের ৪০ নং সাব পিলারের ৫ গজ কাছে ভারতীয়রা বাড়ি নির্মাণের চেষ্টা চালায়।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে ভারতের দক্ষিণপাড়ার মৃত মীরা বসাকের ছেলে সেবক বসাক স্থানীয় গ্রাম পঞ্চায়েতের অর্থায়নে বাড়ির নির্মাণ কাজ শুরু করেন। সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা গিয়ে তাতে বাধা দেন।
পরে দুপুর সাড়ে ১২টার দিকে সীমান্তের ওই স্থানে বিজিবি ও বিএসএফের মাঝে কোম্পানি কমান্ডার পর্যায়ে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষ থেকে বাড়ি নির্মাণের ব্যাপারে আনুষ্ঠানিক ভাবে প্রতিবাদ জানান এবং বন্ধের দাবি জানান। আলোচনায় বিএসএফ তাতে সম্মত হয়।
বৈঠকে ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর প্রমা আনন্দ বলেন, ‘যেহেতু বিজিবি নির্মাণ কাজ বন্ধের দাবি জানিয়েছে তাই সাময়িক ভাবে স্থাপনা নির্মাণের কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। তবে এ নিয়ে র্ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আলোচনায় যে সিদ্ধান্ত হবে সে মোতাবেক কাজ করা হবে।’
বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল মান্নান জানান, বিষয়টি ব্যাটালিয়ন অধিনায়ককে জানানো হয়েছে। নির্মাণ কাজ আপাতত বন্ধ রয়েছে। দুই বাহিনীর ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে আলোচনার পরে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।