শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুর হিলি সীমান্তে ভারতীয় নারী আটক

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুর হিলি সীমান্ত দিয়ে অবৈধ ভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে শ্যামলী দাস (৫০) নামের এক ভারতীয় নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

আটক শ্যামলী দাস ভারতের উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার দাসপাড়া গ্রামের মৃত মধূসুধন দাসের স্ত্রী।

 

রোববার দুপুর ১২টায় হিলি সীমান্তের বাংলাদেশ অভ্যত্মরে রেলওয়ে স্টেশন থেকে হিলি সিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা তাকে আটক করেন।

 

বিজিবি হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার নাজিমুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অনুপ্রবেশের আটক ভারতীয় নারীকে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) নিকট হস্তান্তরের জন্য বিজিবির পক্ষ থেকে একটি পত্র বিএসএফকে দেওয়া হয়েছে।

Spread the love