
দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের হিলি সীমান্তে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে আটক দুই বাংলাদেশীকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
ফেরত বাংলাদেশী দিনাজপুর জেলার বিরল উপজেলার দারুইল গ্রামের বাসারত হোসেনের ছেলে রফিকুল বাশার (২৮) ও একই এলাকার চৌধুরীপাড়া গ্রামের দেবা রায়ের ছেলে তপন চন্দ্র রায় (৩০)।
বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক শেষে সোমবার রাত ৭টায় হিলি চেকপোস্ট গেটের শূন্যরেখা দিয়ে বিএসএফ তাদের ফেরত দেয়।
পতাকা বৈঠকে বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ভারত হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর জাফরুল্লাহ খান এবং বিজিবির পক্ষে নেতৃত্ব দেন বিজিবি হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার নাজিমুদ্দিন।
বিজিবি হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার নাজিমুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার সকালে হাকিমপুর উপজেলার হাড়িপুকুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করার পরে বালুরঘাট যাওয়ার পথে বিএসএফ সদস্যরা তাদের আটক করে।