বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুর-১ আসনে আওয়ামীলীগ মনোনিত প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

mpবীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ বীরগঞ্জে গত সোমবার দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী মনোনয়ন পত্র  দাখিল করেছেন।

দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী সাবেক সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বিকেল ৩ টায় সহকারী রিটার্নিং অফিসার ও বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু জাফরের নিকট দলীয় মনোনয়ন পত্র দাখিল করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ শামসুল আজম, জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ তরিকুল আলম, উপজেলা চেয়ারম্যান মোঃ আখতারম্নল ইসলাম চৌধুরী বাবুল, ভাইস চেয়ারম্যান গোপাল দেব শর্মা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দেবেশ চন্দ্র রায়, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ মোশারফ হোসেন বাবুল, সাধারণ সম্পাদক প্রভাষক রফিকুল ইসলাম প্রমুখ।

Spread the love