দিনাজপুর প্রতিনিধি : ২ শ ৫০ শয্যা বিশিষ্ট দিনাজপুর জেনারেল হাসপাতালে কুকুর বিড়াল কামড়ানোর ভ্যাকসিন কেলেংকারিসহ অনিয়ম ও দুর্ণীতির খবর প্রকাশ হওয়ার পর হাসপাতালে বাইরে থেকে কিনে আনা ভ্যাকসিন পুশ করা বন্ধ করে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে হাসপাতালে স্টাফ ইউসুফসহ অন্যান্যরা গোপনে ভ্যাকসিন নিয়ে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে। অন্যদিকে ভ্যাকসিন কেলেংকারি থেকে উপার্জিত প্রতিমাসে ৬২ হাজার টাকা অর্থ্যাৎ বছরে ৭৪ লক্ষ ৪ হাজার টাকা রাজস্ব খাতে ফেরৎ না দিয়ে কর্মকর্তা কর্মচারীসহ সংশিষ্টরা ভাগ্য উন্নয়নে ভাগাভাগি করে নিয়েছে বলে জানিয়েছেন ভাগ না পাওয়া হতভাগ্য কয়েকজন স্টাফ।
উলেখ্য জেনারেল হাসপাতালে কুকুর বিড়াল কামড়ের ভ্যাকসিন সংকট থাকায় বাইরের নির্দিষ্ট ফার্মেসি থেকে কিনে এনে রোগীদের পুশ করত, ব্যবহার করা হত হাসপাতালের সরকারি সিরিঞ্জ। আর আদায় করা হত ভ্যাকসিনসহ সরকারি সিরিঞ্জএর দাম। প্রতি সিরিঞ্জএর দাম বাবদ নেয়া হত অতিরিক্ত ৪০ টাকা। এভাবে প্রতিদিন সিরিঞ্জ বাবদ ৬০/৭০ জন রোগীর কাছে নেয়া হত ২ হাজার ৪ শ টাকা অর্থাৎ মাসে ৬২ হাজার টাকা। এই টাকা নিয়ম অনুযায়ী সরকারি রাজস্ব খাতে জমা হওয়ার কথা। কিন্তু তা হয়নি। এমনি ভাবে বছরের পর বছর জেনারেল হাসপাতারেল কর্মকর্তা কর্মচারীরা সরকারি রাজস্বকে লোপাট করে দিয়েছে।
এছাড়া রামনগর মোড়ে পপি ফার্মেসি, সুইহারী ও সদর হাসপাতালের দোকানে অত্যন্ত সাবধানে হাসপাতালের সরকারি ঔষধ বিক্রয়ের খবর পাওয়া গেছে।