শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

দীর্ঘ ১৬বছর প্রেমের পর বিয়ে

দীর্ঘ ১৬ বছরের পথ পারি শেষে প্রেমের সম্পর্কের স্বীকৃতি পেয়ে অবশেষে বিয়ে হতে যাচ্ছে এক প্রেমিক জুটির। প্রেমের বন্ধনে অবদ্ধ ৭ম শ্রেণির তরুণ ও তরুণী অবশেষে মাষ্টার্স ফাইনাল পরীক্ষা শেষে বিয়ের বাঁধনে আবদ্ধ হতে যাচ্ছে আজ শুক্রবার সন্ধা ৭ টা ৩০ মিনিটে।
গতকাল বৃহস্পতিবার ছিল দু-জনের গায়ে হলুদ আজ শুক্রবার শুভ বিবাহ। অবুঝ প্রেমকে জীবন সাথী বানিয়ে দিল ১৬ বছর পর। তারা হলেন, পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের খোকন প্রধানের ২য় পুত্র মোনায়েম প্রধান রাসেল ও একই উপজেলার দেবনগড় ইউনিয়নের খাটিয়াগছ গ্রামের মাহাবুব আলমের ৩য় কন্যা মোরজিনা আক্তার।
মোনায়েম প্রধান রাসেল ভজনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক, ভজনপুর দি-মুখী উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, ভজনপুর ডিগ্রি কলেজে থেকে উচ্চ মাধ্যমিক, দিনাজপুর আইন কলেজে এলএলবি এবং রংপুর কার্মাইকেল থেকে মাষ্টার্ষ শেষ করেন। মারজিনা আক্তার খাটিয়াগছ প্রাথমিক বিদ্যালয় হতে প্রাথমিক, ভজনপুর দি-মুখী উচ্চ বিদ্যালয় হতে মাধ্যমিক, ভজনপুর ডিগ্রি কলেজে উচ্চ মাধ্যমিক, রংপুর কার্মাইকেল কলেজ হতে দু জনে একই সাথে মাষ্টার্ষ শেষ করেন।
মোনায়েম প্রধান ও মোরজিনা আক্তার জানান, স্কুল জীবনে ৭ম শ্রেণিতে থাকা অবস্থায় তাদের প্রথম প্রেম শুরু হয়। পরিবারের সকলেই বিষয়গুলো জানলেও কেউ কোন দিন তাদের বাঁধা সৃষ্টি করেনি। পরিবারের একই কথা দু-জনেই লেখাপড়া চালিয়ে যাও তা হলে তোমাদের সম্পর্ক মেনে নেওয়া হবে। প্রেমের জন্য ত্যাগ শিকার করে দির্ঘ ১৬ বছরের পথ পারি দিয়ে অবশেষে প্রেমের সম্পর্ক শিকৃতি পেয়ে দু-জনেই আনন্দে দিশে হারা।
স্কুল জীবনে টিফিনের পরেই দু-জনেই খাওয়ার জন্য বাড়িতে না গিয়ে স্কুলের মাঠে একই সাথে টিফিন সেড়ে নিতেন। স্কুলের সকল শিক্ষক, শিক্ষার্থী তাদের সম্পর্কের কথা জেনে থাকলেও তাদের কোন বাঁধা সৃষ্টি না করে অভিনন্দন জানিয়েছিলেন। ভজনপুর ডিগ্রি কলেজ জীবনে সব সময় দু-জনে একই সাথে সময় কাটিয়েছেন। তবে তাদের সম্পর্ক ছিল পবিত্র এ দাবি করেছেন ভজনপুর ডিগ্রি কলেজের প্রভাসকরা।
কলেজ সূত্রে জানা যায়, এ দু-জন কলেজে আসার পর কখনো তারা ক্লাস ফাঁকি দেয়নি। তবে ক্লাস না থাকলে দু-জনে একই সাথে কলেজ মাঠে গল্প করে সময় কাটাতো। মোনায়েম প্রধান রাসেল ছিলেন ভজনপুর এলাকার ক্রিয়া প্রেমিদের প্রিয় খেলোয়ার সে ফুটবল, হেনবল, ক্রিকেট, দাবা, ক্রাম, বেট মেন্টেন, সাতারসহ অনেক খেলায় এলাকার সেরা খেলয়ার ছিল এবং আছে। তার বিয়েতে পরিবারের পক্ষথেকে ব্যপক প্রস্ততি গ্রহন করা হয়েছে।
ভজনপুর এলাকায় তাদের বিয়ে নিয়ে বন্ধু বান্ধব সহ এলাকায় সকলের মাঝে আনন্দ উদ্দিপনা দেখা গেছে। মোনায়েম প্রধান রাসেল জানান, লেখাপড়ায় ডিগ্রী অর্জনে সব সময় আমাকে সাহস জাগিয়েছেন মোরজিনা আক্তার। আমাদের সম্পর্ক না থাকলে ডিগ্রী অর্য়জন আমার দারা সম্ভব হতোনা।

Spread the love