সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

দীর্ঘ ৫ মাস বন্ধ থাকার পর পুনরায় কয়লা উত্তোলন শুরু

পার্বতীপুর(দিনাজপুর) প্রতিনিধি: দীর্ঘ ৫ মাস বন্ধ থাকার পর গতকাল পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লাখনি নতুন খনি মুখ থেকে পুনরায় কয়লা উৎপাদন শুরু হয়েছে। গত ৩ দিনে উত্তোলন করা হয়েছে প্রায় ৪ হাজার মেট্রিক টন কয়লা। দীর্ঘদিন পর কয়লা উত্তোলন শুরু হওয়ায় খনি কর্মকর্তা-কর্মচারী, ইট-ভাটা মালিক ও বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তাদের মাঝে মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তবে পুরোদমে উৎপাদন শুরু হতে আরো ৬-৭ দিন সময় লাগবে বলে কর্তৃপক্ষ জানায়। জানা গেছে, গত ১০ মে খনি ভূ-গর্ভে ১২০৫ নম্বর খনি মুখে কয়লা কাটার সময় উপরের পানি পকেট ভেঙ্গে খনি মুখ প্লাবিত হয়ে পড়ে। প্রথম দিকে খনির উৎপাদন ও রক্ষনাবেক্ষণ (এম এন্ড পি) ঠিকাদার সিএমসি কনসেটিয়াম খনি ভূ-গর্ভে স্থাপিত পাম্পের সাহায্যে পানি সরিয়ে ফেলে কয়লা উৎপাদন শুরুর চেষ্টা করেছিল। কিন্তু তা ঝুকিপূর্ণ হওয়ায় জুন মাসের প্রথম সপ্তাহে কয়লা উত্তোলন বন্ধ করে দিবে খনি মুখটি সাময়িকভাবে পরিত্যাক্ত ঘোষনা করা হয়। এতে খনি পার্শ্ববর্তী কয়লা ভিত্তিক বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন সংকটের মুখে পড়ার আশংকা দেখা দেয়। পরবর্তীতে ১২১২ নম্বর নতুন খনি মুখ উন্নয়ন করে মাইনিং ইকুপমেন্ট বসিয়ে কয়লা উত্তোলনের উপযোগী করা হয়। বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিনুজ্জামান রাতে জানান- ১২১২ নম্বর খনি মুখে লংওয়াল মাল্টি স্লাইস পদ্ধতিতে কয়লা কেটে উত্তোলন করা হচ্ছে এবং সঙ্গে সঙ্গে টপ ওয়াল কেভিং পদ্ধতিতে কয়লা কাটার জন্য মাইনিং ইকুইপমেন্টবসানো হচ্ছে। এভাবে আরও ৮/১০ দিন কয়লা উত্তোলন করা হবে। পরে টপ কোল কেভিং পদ্ধতিতে পুর্নমাত্রায় কয়লা উত্তোলন শুরু হলে প্রতিদিন ৪ থেকে ৫ হাজার মেট্রিক টন কয়লা উৎপাদন সম্ভব হবে। প্রথম দিনে ২ হাজার ৭৬৮ মেট্রিক টন কয়লা উত্তোলন করা হয়েছে বলে তিনি জানান। তিনি আরো জানান, দীর্ঘ দিন ধরে কয়লা উত্তোলন বন্ধ থাকায় খনি কর্তৃপক্ষ দুশ্চিতায় পড়েছিল। পূনরায় উৎপাদন শুরু হওয়ার স্বস্তি ফিরে এসেছে।

Spread the love