
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি বিশিষ্ট সমাজ সেবক ও শিল্পপতি আলহাজ্ব মনজুরুল ইসলাম মনজু বলেছেন, বর্তমান সরকারের দুঃশাসন থেকে দেশকে রক্ষায় যুব সমাজকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন সংগ্রামে এগিয়ে আসতে হবে। আজকের যুব সমাজ আগামীর দিনের কর্ণধার। তাই তাদেরকে দেশের যে কোন সংকটময় মুহুর্তে পাশে দাঁড়ানো উচিত। আর দেশ আজ সেই সংকটকাল অতিক্রান্ত করছে।
আজ বিকেল ৪টায় উপজেলার সাতোর ইউনিয়নের খাটিয়াদিঘি মুন্সিপাড়া আদর্শ ক্লাবের উদ্বোধন ও সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
বিশিষ্ট সমাজ সেবক মোঃ নুরুল ইসলাম মাষ্টারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন ধলু, সাংগঠনিক সম্পাদক মনোয়ার আহম্মেদ সিদ্দিকী, মরিচা ইউনিয় পরিষদ চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান বাদশা, ইউনিয়ন বিএনপির সভাপতি নুর আলম, সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী ওয়ার্ড, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফজলে আলম শাহিন। আরো বক্তব্য রাখেন ক্লাবের সভাপতি মোঃ খাদেমুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম প্রমুখ।