শুক্রবার ২ জুন ২০২৩ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

দুদকের উদ্যোগে ইসলামের দৃষ্টিতে দুর্নীতি ও তার প্রতিকার শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

কাশী কুমার দাস, স্টাফ রিপোর্টার ॥ বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় এর উদ্যোগে এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি দিনাজপুর এর আয়োজনে শিশু একাডেমি মিলনায়তনে ইসলামের দৃষ্টিতে দুর্নীতি ও তার প্রতিকার শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কর্যালয় দিনাজপুরের উপ-পরিচালক মোঃ আব্দুল করিম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক মোঃ শফিকুল ইসলাম। আলোচনা করেন ইসলামিক ফাউন্ডেশন দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক সৈয়দ আবু তাহের, ইমাম প্রশিক্ষন একাডেমির উপ-পরিচালক কৃষিবিদ মোঃ নুরুল ইসলাম, জেলা ওলামালীগের সভাপতি মোঃ শওকত আলী, ইমাম সমিতির সেক্রেটারী মোঃ রফিক উল্লাহ, ইমাম মোঃ জাকারিয়া। আলোচনা সভায় প্রশিক্ষন প্রাপ্ত ইমামগণ, বিভিন্ন মসজিদের ইমাম সাহেবরা অংশগ্রহণ করে। দুদকের উপ-পরিচালক মোঃ আব্দুল করিম বলেন, পবিত্র রমজান মাসে প্রতিটি মুসলমান ভাইদের তাকওয়া অর্জন করতে হবে। রমজান মাসে নিজেদের ইমানকে শক্তিশালী এবং সৎ করতে পারলে দুর্নীতি দমন করা সম্ভব হবে। দুর্নীতি প্রতিরোধ করতে বিশেষ করে দ্বীনের শিক্ষা হৃদয়ে ধারন করতে হবে। সভা শেষে দোয়া পরিচালনা করেন মাওঃ আলতাফ হোসেন।