আওয়ামী লীগ ও বিএনপিকে ইঙ্গিত করে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, দুদলের রেষারেষি ও হানাহানিতে দেশের মানুষ অতিষ্ঠ। যে লক্ষ্য নিয়ে দেশ স্বাধীন করা হয়েছিল জনগণের সে প্রত্যাশা পূরণ করতে পারেনি এ দুদল। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টিকে ভোট দিয়ে জনগণের প্রত্যাশা পূরণের আহ্বান জানান তিনি।
আজ শুক্রবার সন্ধ্যায় রংপুর সদরের হারাটি স্কুল মাঠে এক সমাবেশে একথা বলেন তিনি।
তিনি বলেন, বিএনপি আর দাঁড়াতে পারবে না। তাদের দলে শুরু হয়ে গেছে দ্বন্দ্ব। বিএনপি নেত্রীর কথা কেউ মানছে না। বিএনপিনেত্রী কমিটি গঠন করে দিলেও সে কমিটিও মানছে না নেতাকর্মীরা। এখন বিএনপিতে চলছে বেহাল অবস্থা। আগামী নির্বাচনে এ দলের কি হবে তা তারাই ভাল বলতে পারবে।
এ সময় হারাটি জাতীয় পার্টির সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোফাজ্জল হোসেন মাস্টার, সদস্য সচিব ও এরশাদের ভাতিজা হোসেন মকবুল শাহরিয়ার আছিপ, মহানগর জাপার আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব এসএম ইয়াছির প্রমুখ।