শুক্রবার ১ ডিসেম্বর ২০২৩ ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

দুর্নীতিতে বাংলাদেশের স্থান ১৪তম

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ- টিআইবির এক প্রতিবেদনে বলা হয়ছে, আন্তর্জাতিক সূচক অনুযায়ী বাংলাদেশে দুর্নীতি বেড়েছে। এ অবস্থাকে উদ্বেগজনক বলছে বার্লিন ভিত্তিক দুর্নীতিবিরোধী প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই)। রিপোর্ট অনুসারে ২ ধাপ পিছিয়ে এবার বাংলাদেশের অবস্থান ১৬ থেকে ১৪ উঠেছে। দুর্নীতির দিক থেকে দক্ষিণ এশিয়ায় শীর্ষ স্থানে আছে আফগানিস্তান। আর তারপরই বাংলাদেশ, সবচেয়ে কম ভুটানে। আন্তর্জাতিক দুর্নীতি দিবসকে সামনে রেখে প্রতিবছর ডিসেম্বরের ১ম সপ্তাহে বৈশ্বিক দুর্নীতির ধারণা সূচক প্রকাশ করে বার্লিন ভিত্তিক প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। ১৯৯৫ সাল থেকে নিয়মিত পরিচালিত এ জরিপটিতে মূলত একটি দেশের রাজনৈতিক ও প্রশাসনিক দুর্নীতির ধারণা দেয়া হয়।
আজ বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে গত এক বছরে বৈশ্বিক দুর্নীতিচিত্র তুলে ধরে টিআইবি। বিশ্বের ১৭৫টি দেশের ওপর পরিচালিত এবারের জরিপে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে যৌথভাবে সোমালিয়া ও উত্তর কোরিয়াকে। এদিকে সবচেয়ে কম দুর্নীতি করে ঊর্ধ্বক্রম অনুসারে তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছে ইউরোপের দেশ ডেনমার্ক। আর গতবারের তুলনায় কিছুটা পিছিয়ে বিশ্বের শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় ১৬ তম থেকে বাংলাদেশের অবস্থান নেমেছে ১৪ তে।
টিআই’র মতে, ২০০১ সাল থেকে টানা ৫ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন শুরু হয় ২০০৬ সালে। সে বছর ৩য় হলেও ক্রমোন্নতির মাধ্যমে ২৭ নম্বর পেয়ে ২০১৩ সালে দেশটি স্থান করে নেয় ১৬ তে। কিন্তু এবার অবস্থান জানান দিচ্ছে, ক্রমোন্নতির দিক থেকে আবারও উল্টোদিকে হাঁটতে শুরু করেছে দেশ। সংস্থাটির সূচক বলছে, কম দুর্নীতিগ্রস্ত ১ম ১০ দেশের মধ্যে এশিয়ার একমাত্র দেশ সিঙ্গাপুর। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ৬৫ নম্বর পেয়ে ৩০তম অবস্থানে ভুটান। আর সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে আফগানিস্তান। এছাড়া এ তালিকায় নিম্নক্রম অনুসারে পাকিস্তান ও নেপাল যৌথভাবে ১৮তম এবং ভারত ২৭তম অবস্থানে রয়েছে।
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, বাংলাদেশ এবার ২৫ নম্বর পেয়েছে অর্থাৎ আমাদের স্কোর এবার ২ কমেছে। নিম্নক্রম অনুসারে আমরা ২ ধাপ নেমেছি এবং উচ্চক্রমে অনুসারে ৯ ধাপ নেমেছি। শতভাগ স্কোর কোন দেশই পায়নি। তিনি বলেন, দুদকের স্বাধীনতা ও কার্যকারিতা খর্ব করার উদ্যোগ যে সময়ে নেয়া হয়েছে, তখন আমরা দেখেছি দুদকের ওপর রাজনৈতিক ও প্রশাসনিক চাপ ছিলো। যার প্রতিফলন ঘটেছে এবারের রিপোর্টে। তবে এ অবস্থা থেকে বের হবার সুযোগও রয়েছে বলে জানান টিআইবির এই নির্বাহী এবং তার জন্য প্রয়োজন সুশাসন ও রাজনৈতিক সদিচ্ছা।

Spread the love