বুধবার ২৯ নভেম্বর ২০২৩ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

দুর্নীতিবাজ অবৈধ সরকারের বিদায়ের বিরুদ্ধে রাজপথে নামুন

বিএনপির চেয়ারপার্সন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে ১৫টি মামলা ছিলো। ’ তার নামে দায়ের হওয়া দুর্নীতির মামলাগুলোতে আদালতের মুখোমুখি না হয়ে তা তুলে নিয়েছেন কেন। মিগ-২৯ দুর্র্নীতির মামলায় প্রধানমন্ত্রী সাজা হতো দাবি করে খালেদা জিয়া বলেন, ‘মিগ-২৯ নিয়ে তিনি  (শেখ হাসিনা) জালিয়াতি করেছেন। নতুন যুদ্ধবিমান না কিনে পুরোনো আর জোড়াতালি দেওয়া জিনিস বেশি দামে কিনেছেন।’

শনিবার বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে স্থানীয় ২০ দলীয় জোট আয়োজিত ‘বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ, খুন-গুম বন্ধ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের’ দাবিতে এক জনসভায় তিনি এ কথা বলেন।

‘দুর্নীতির মামলার মুখোমুখি হওয়ার ভয়ে খালেদা জিয়া পালিয়ে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুক্রবার এমন মন্তব্যের জবাবে খালেদা জিয়া বলেন,  আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে ৮ হাজার এবং শেখ হাসিনার নামে ১৫টি মামলা ছিলো। এসব মামলা উঠিয়ে নেওয়া হয়েছে। আর বিএনপির নেতাকর্মীদের নামে নতুন নুতন মামলা দেওয়া হয়েছে। এম কে আনোয়ারের মতো বয়স্ক নেতাদের নামে গাড়ি পোড়ানোর মামলা দেওয়া হয়েছে। তার মতো নেতা কি গাড়ি পোড়াতে পারেন। এসব কাজ আওয়ামী লীগ ভালো পারে। ’

জেলা বিএনপি দক্ষিণ শাখার সভাপতি ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান রাবেয়া চৌধুরীর সভাপতিত্বে জনসভায় ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, মোহাম্মদ শাহজাহান, বরকত উল্লাহ বুলু, সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার, কেন্দ্রীয় নেতা মনিরুল হক চৌধুরী, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দল সভাপতি হাবিব উন নবী খান সোহেল, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ছাত্রদল সভাপতি রাজিব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল হাসান, স্থানীয় বিএনপি জেলা দক্ষিণের সাধারণ সম্পাদক আমিন-উর রশীদ ইয়াছিন, উত্তরের সভাপতি খোরশেদ আলম, সিটি মেয়র মনিরুল হক সাক্কু, জেলা নেতা মোস্তাক মিয়া, সাবেক সাংসদ আনোয়ারুল আজীম, জাকারিয়া তাহের সুমন এবং আবদুল গফুর ভঁইয়া প্রমূখ বক্তব্য রাখেন।

জোট নেতাদের মধ্য এলডিপির অলি আহমেদ, রেদোয়ান আহমেদ, বিজেপির আন্দালিব রহমান পার্থ, জামায়াতে ইসলামীর অধ্যাপক মজিবুর রহমান, ইসলামী ঐক্যজোটের আবদুল লতিফ নেজামী, খেলাফত মজলিশের মাওলানা মুহাম্মদ ইসহাক, জাতীয় পার্টি (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, শাহিদুর রহমান তামান্না, জাগপার শফিউল আলম প্রধান, ইসলামিক পার্টির আবদুল মোবিন, এনডিপির খন্দকার গোলাম মোর্র্ত্তজা, এনপিপির ড. ফরিদুজ্জামান ফরহাদ, ন্যাপ ভাসানীর আজহারুল ইসলাম, সাম্যবাদী দলের সাঈদ আহমেদ, পিপলস লীগের গরীবে নেওয়াজ, লেবার পার্টির হামদুল্লাহ আল মেহেদি, বাংলাদেশ ন্যাপের এম. গোলাম মোস্তফা ভুঁইয়া, জমিয়তে উলামা ইসলামের মাওলানা মহিউদ্দিন ইকরাম, জেলার মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ, দক্ষিণ জেলা আমীর আবদুস সাত্তার, উত্তর জেলা আমীর মাওলানা আবদুল আউয়াল, সাবেক সচিব এএফএম সোলায়মান চৌধুরী ও জাপা নেতা এয়ার আহমেদ সেলিম প্রমূখ বক্তব্য রাখেন।

কুমিল্লা সদর, সদর দক্ষিণ, বরুড়া, দাউদকান্দি, ব্রাহ্মনপাড়া, বুড়িচং, চান্দিনা, চৌদ্দগ্রাম, মেঘনা, তিতাস, দেবীদ্বার, হোমনা, লাকসাম, মনোহরগঞ্জ, মুরাদনগর, নাঙ্গলকোট উপজেলা থেকে আসা হাজারো নেতা-কর্মীর উপস্থিতিতে জনসভাটি জনসমুদ্রে পরিণত হয়। জেলার পাঁচটি স্থানে বড় পর্দার টিভি বসানো হয়, যাতে মানুষজন খালেদা জিয়ার শুনতে পান। কুমিল্লা ছাড়াও চাঁদপুর, ব্রাক্ষনবাড়িয়া, ফেনী, নোয়াখালীসহ বিভিন্ন জেলা থেকেও নেতা-কর্মীরা এতে যোগ দেন সনসভায়।

Spread the love