
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আজ বুধবার আদালতে হাজিরা দিতে যাবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া । গতকাল মঙ্গলবার খালেদা জিয়ার আইনজীবী এডভোকেট জয়নাল আবেদিন মেজবা তার (খালেদা) আদালতে আসার বিষয়টি নিশ্চিত করেছেন।
এ মামলাটিতে আজ বুধবার চার্জ শুনানি হওয়ার কথা রয়েছে। দীর্ঘদিন ধরে এ মামলা দুটির চার্জ গঠনের জন্য দিন ধার্য করা হলেও বিভিন্ন কারণে খালেদা জিয়া আসতে না পারায় এখনো চার্জ শুনানি হতে পারেনি আদালতে।