রবিবার ১০ ডিসেম্বর ২০২৩ ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

দুর্যোগ মোকাবেলায় সবাইকে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

দুর্যোগ মোকাবেলায় সবাইকে সব সময় সজাগ থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ভৌগলিক সীমারেখার কারণে আমাদের দেশে বন্যা, জলোচ্ছ্বাস বেশি হয়। ইদানীং ঘূর্ণিঝড়ের প্রবণতা বাড়ছে। তাছাড়া বাংলাদেশ ভূমিকম্পপ্রবণ এলাকায়। তাই আমাদের সেভাবে প্রস্তুতি নিতে হবে। দুর্যোগ মোকাবেলার জন্য আমাদের সব সময় সজাগ থাকতে হবে। আজ বৃহস্পতিবার সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় পরিদর্শনকালে তিনি এ আহ্বান জানান। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সচিব মেজবাহউল আলমসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী বলেন, ভৌগলিক অবস্থানের কারণে আমাদের দেশে প্রাকৃতিক দুর্যোগ আসবেই। কিন্তু আমাদের তা মোকাবেলা করে মানুষের জানমাল রক্ষা করতে হবে। আমরা যুদ্ধ করে স্বাধীনতা অর্জনকারী জাতি। আমরা প্রাকৃতিক দুর্যোগকে জয় করতে পারবো না, এটা হতে পারে না! দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ বিশ্বের কাছে রোল মডেল হিসেবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বিশ্বের কাছে বাংলাদেশ মানে ‘দুর্যোগের জাতি’, ‘ঘূর্ণিঝড়’, ‘বন্যা’, ‘জলোচ্ছ্বাসের জাতি’ এমনটাই পরিচিতি ছিল। বাংলাদেশ দুর্যোগ মোকাবেলায় যথেষ্ট দক্ষতা অর্জন করেছে। আজকে বাংলাদেশ গোটা বিশ্বের কাছে দুর্যোগ ব্যবস্থাপনার রোল মডেল। তিনি বলেন, আমাদের ঘূর্ণিঝড় মোকাবেলার কৌশলও বিশ্বের কাছে রোল মডেল। অন্যরা আমাদের কাছে জানতে চায়, এত ঘনবসতির দেশে আমরা কীভাবে দুর্যোগ মোকাবেলায় এতটা সফল!

Spread the love