
মোঃ সিদ্দিক হোসেনঃ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আহসানুল হক চৌধুরী বলেছেন দেশের উন্নয়ন ধারাকে অব্যাহত রাখতে প্রবীন জনগোষ্ঠীর দারিদ্র্যতা দূরীকরণের মাধ্যমে জীবন মান উন্নয়ন খুবই জরুরী। আমাদের রাষ্ট্র, সমাজ ও পরিবারে রয়েছে প্রবীনদের অমূল্য অবদান। তাদের প্রজ্ঞা, অভিজ্ঞতা ও কর্মময়তাকে আমাদের কাজে লাগাতে হবে। অথচ প্রবীন ব্যক্তিরা আমাদের সমাজে আজ নানা ক্ষেত্রে বঞ্চিত, উপেক্ষা এবং অবহেলার স্বীকার হয়েছে রয়েছে। তাই তাদেরকে রাষ্ট্রীয় নীতিমালার মধ্যে এনে তাদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা করার আজ সময় এসেছে।
গতকাল বৃহস্পতিবার দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে বহুব্রীহি, সিটিএস, এসইউপিকে, অনন্যা সংস্থার সমন্বয় প্রবীনদের জন্য আমা সংগঠনের আয়োজনে জাতীয় প্রবীন নীতিমালা-২০১৩ বিষয়ক মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। প্রবীন হিতৈষী সংঘ দিনাজপুর এর সাধারণ সম্পাদক আলহাজ্ব ডাঃ চৌধুরী মোসাদ্দেকুল ইজদানীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের আহবায়ক মোঃ জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাগরিক উদ্যোগ দিনাজপুরের আহবায়ক আবুল কালাম আজাদ, প্রবীন হিতৈষী সংঘের সহ-সভাপতি আলহাজ্ব সিরাজ উদ্দীন চৌধুরী। মুক্ত আলোচনা করেন অধ্যাপক ছফর আলী, এ্যাড. সিরাজুম মুনিরা, এ.কে.এম মেহেরুল্লাহ বাদল, এসইউপিকের’ নির্বাহী পরিচালক মোজাফফর হোসেন, অন্যান্য সংস্থার নির্বাহী পরিচালক কানিজ ফাতেমা বেগম, শহিদুল ইসলাম শহিদুল্লাহ, সৈয়দ সোরাফত হোসেন, আজহারুল আজাদ জুয়েল, ইসলাম নূর ও উম্মে নাহার। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সংগঠনের সদস্য ও সিটিএস এর নির্বাহী পরিচালক মোঃ আমিনুল ইসলাম।