সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

দূর্গাপূজা চলাকালীন সময়ে সেতাবগঞ্জে কেন্দ্রীয় বাসুদেব মন্দিরে দুঃসাহসিক চুরি

দিনাজপুর বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌর শহরের মেলাগাছী কেন্দ্রীয় বাসুদেব মন্দিরে দূর্গা পূজা চলাকালীন সপ্তমীর রাতে এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। বাসুদেব মন্দিরের অন্যতম সদস্য বাবু তীলক কুমার শীল জানান, দূর্গা পূজার সপ্তমীর পূজা আর্চনা শেষে রাত আনুমানিক ২টার দিকে মন্দিরে নিরাপত্তার জন্য ডিউটিরত ৬জন আনসার সদস্যকে ভিতরে রেখে
তারা প্রধান ফটকের গেটে তালা লাগিয়ে বাড়ীতে চলে যান। সকালে জানতে পারেন যে, মন্দিরে চুরি হয়েছে। চোরেরা সেখান থেকে দেবী দূর্গার কপালের স্বর্ণের টিপ, নাকের দুল, কানের ফুল, বেশ কয়েকটি শাড়ী, ধুতি ও ইলেকট্রিক মালামাল যার আনুমানিক মুল্য প্রায় ত্রিশ হাজার টাকার মত। প্রাচীর বেষ্টিত এই মন্দিরের চুরির ঘটনায় হিন্দু স¤প্রদায়ের মানুষের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র, উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দরা ঘটনাস্থল পরিদর্শন করেন। মন্দিরের নিরাপত্তার দায়িত্বে নিয়েজিত ৬জন আনসার সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় সোপর্দ করা হয়েছে।

Spread the love