রাসেল আহম্মেদ প্রধান ,দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি ঃ
পঞ্চগড়ের দেবীগঞ্জে সোমবার মোঃ আবু সাঈদ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। জানা যায়, তিস্তার হাট ডাঙ্গা পাড়া গ্রামের মোঃ আজিজুল মুন্সির ছেলে মোঃ আবু সাঈদ (৪০) দীর্ঘদিন ধরে ওই এলাকায় গাঁজা , হিরোইন, ইয়াবা, ফেন্সিডিলসহ বিভিন্ন মাদক ব্যবসা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে এসআই দিলিপ কুমার রায় এর নেতৃত্বে মোঃ আবু সাঈদকে তার বাড়ী থেকে আটক করা হয়। এ সময় তার কাছে ১০০ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। এবিষয়ে এসআই দিলিপ কুমার রায় জানান, আটককৃত মোঃ আবু সাঈদ দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা করে আসছে। তার নামে দেবীগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে।