
রাসেল প্রধান, দেবীগঞ্জ প্রতিনিধিঃ
দেবীগঞ্জ কলেজ জাতীয়করণের দাবিতে মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ক্লাস বর্জন করে কলেজ ক্যাম্পাসে আন্দোলন করে আসছে কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা । দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখারও ঘোষণা দিয়েছে । তাদের ন্যায্য দাবি আদায়ে রোববার দিনভর তারা কলেজ ক্যাম্পাসসহ আশপাশের এলাকায় বিক্ষোভ কর্মসূচিসহ কলেজের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
জানা গেছে, ১৯৭২ সালে প্রতিষ্ঠিত কলেজটিতে বর্তমানে তিনটি বিষয়ে অনার্স কোর্সসহ উচ্চ মাধ্যমিক ও ডিগ্রী পর্যায়ে প্রায় ৪ হাজার শিক্ষার্থী অধ্যায়ন করছে। প্রায় ৭ একর জমির ওপর প্রতিষ্ঠিত কলেজটিতে শিক্ষক কর্মচারীর সংখ্যা ৮১ জন। অথচ বর্তমান সরকারের ঘোষিত উপজেলা পর্যায়ে জাতীয়করণের তালিকায় এই কলেজটির নাম নেই। সরকারের জাতীয়করনের নীতিমালা ও জ্যৈষ্ঠতার ভিত্তিতে এই কলেজটি জাতীয়করণের তালিকার আওতায় পড়ে। কিন্তু এই কলেজের প্রতিষ্ঠার ২৩ বছর পর প্রতিষ্ঠিত দেবীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ জাতীয়করণের তালিকায় আনা হয়েছে। দেবীগঞ্জ কলেজ জাতীয়করণের তালিকায় নেই-এই খবরে উত্তাল হয়ে উঠেছে কলেজ ক্যাম্পাস। মহিলা কলেজ বাদ দিয়ে দেবীগঞ্জ কলেজকে জাতীয়করণের দাবিতে মাঠে নেমেছে শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও এলাকার জনগণ। গতকাল রোববার সকালে কলেজ ক্যাম্পাস থেকে তারা একটি বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে কলেজের সামনের সড়কে তারা মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আ স ম নুরুজ্জামান, কলেজের অধ্যক্ষ আনিছুর রহমান, প্রভাষক সাজেদুল আলম,সাবেক ছাত্র আশরাফুল আলম এমু, কাদেরী কিবরিয়া, ছাত্র আবু বক্কর সিদ্দিক দীপু প্রমূখ।
বক্তারা বলেন, দেবীগঞ্জ উপজেলা সদরের জাতীয়করণের একমাত্র দাবিদার দেবীগঞ্জ কলেজ। কিন্তু অজ্ঞাত কারণে এই কলেজটিকে জাতীয়করণের তালিকায় না এনে দেবীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজটিকে তালিকায় আনা হয়েছে। তারা আরো বলেন, মহিলা কলেজ বাদ দিয়ে দেবীগঞ্জ কলেজকে তালিকায় অর্ন্তভুক্ত না করা পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।